Advertisement
Us Bangla Airlines
২০ বছরের ক্যারিয়ারে দ্বিতীয়বার এমন দিন দেখলেন মুশফিক

২০ বছরের ক্যারিয়ারে দ্বিতীয়বার এমন দিন দেখলেন মুশফিক

খেলা ডেস্ক

২২ নভেম্বর ২০২৫, ১৩:৪৮

কৈশরকালে হুট করে জাতীয় দলে অভিষেক হয় মুশফিকের। লর্ডসে ২০০৫ সালে সাদা পোশাকে মুশফিকের অভিষেকের পর পেরিয়েছে আরও ২০ বছর। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান ম্যাচে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলছেন এই ক্রিকেটার। ইতিহাস গড়া ম্যাচে ব্যাট হাতে রাঙিয়েছেন নিজের ক্যারিয়ারটাও।

মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে শততম টেস্ট খেলতে নেমেছেন মুশফিকুর রহিম। বিশ্বের ৮৪তম ক্রিকেটার হিসেবে সাদা পোশাকে শততম ম্যাচ খেলছেন তিনি। মাইলফলকের ম্যাচে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ক্রিকেটার। বিশ্বের ১১তম ব্যাটার হিসেবে শততম ম্যাচে শতকের দেখা পেয়েছেন অভিজ্ঞ মুশফিক।

নিজেকে কেন ‘বোরিং পার্সন’ বললেন মুশফিক 

ম্যাচের দ্বিতীয় ইনিংসেও হেসেছে মুশফিকের ব্যাট। ২৯৭ রানে ইনিংস ঘোষণার আগে ফিফটির দেখা পেয়েছেন এই ডানহাতি ব্যাটার। বিশ বছরের টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বার একই ম্যাচে সেঞ্চুরি ও ফিফটি করেছেন মুশফিক। এর আগে ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষেই এক ম্যাচে সেঞ্চুরি ও ফিফটির দেখা পেয়েছেন তিনি।

সাদা পোশাকের ক্রিকেটে মুশফিকের ক্যারিয়ারটা বেশ বর্ণাঢ্যই বলা চলে। ১৮৪ ইনিংসে ৩৮ গড়ে করেছেন ৬৫১০ রান। ৩৮ ফিফটির সঙ্গে শতকের সংখ্যা ১৩টি। এর মধ্যে চলতি বছরে দুর্দান্ত ফর্মে আছেন মুশফিক। বছরের শেষ ম্যাচে শতক-ফিফটিতে ৬ ম্যাচে ৫৫ গড়ে ৫০৩ রান করেছেন তিনি।

শততম টেস্টে ৯৯ রান করে দিন পার মুশফিকের

প্রতিপক্ষ হিসেবে মুশফিকের বরাবরই পছন্দের নাম শ্রীলঙ্কা। দলটির বিপক্ষে সর্বোচ্চ ম্যাচ খেলার পাশাপাশি ব্যাটিং গড়টাও ছিল সর্বোচ্চ। তবে আয়ারল্যান্ড সিরিজে শ্রীলঙ্কাকে ছাড়িয়ে গেলেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। আইরিশদের বিপক্ষে তার ব্যাটিং গড় এখন ১১৯!

টি-টোয়েন্টি ফরম্যাটকে অনেক আগেই বিদায় জানিয়েছিলেন মুশফিক। চলতি বছর ওয়ানডেকেও গুড বাই বলেছেন তিনি। গুঞ্জন ছিল যে, শততম টেস্ট খেলে সাদা পোশাককেও বিদায় বলবেন। তবে আপাতত সেটা করেননি এই অভিজ্ঞ ক্রিকেটার। দেখার পালা, টেস্টে আর কতদিন খেলা চালিয়ে যান দেশসেরা এই ব্যাটার।

এমআই