দিনের শুরুতে বোলিং, শেষদিকে ব্যাটারদের দাপট
খেলা ডেস্ক
২১ নভেম্বর ২০২৫, ১৬:৪৭
ভূমিকম্পে খেলা থেমেছিল ৩ মিনিট। ম্যাচে ফিরেই আইরিশ শিবিরে কম্পন ধরালেন তাইজুল ইসলাম। জোড়া উইকেটে বাংলাদেশকে সাফল্যের মুখ দেখিয়েছেন। চা পানের বিরতির আগেই আয়ারল্যান্ডকে অলআউট করে বাংলাদেশ। সফরকারীদের ফলোঅন না করিয়ে আবারও ব্যাটিংয়ে নামে টাইগাররা। সেখানেও দাপট দেখিয়েছে দুই ওপেনার জয়-সাদমান।
তৃতীয় দিনের তৃতীয় সেশনেই শতরানের জুটি গড়েছেন এই দুই ব্যাটার। ব্যক্তিগত ৬০ রানে জয় আউট হলে ১১৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তাতেও ব্যাটের ধার কমেনি। দিন শেষ হওয়ার আগে বাউন্ডারির ফুলঝুরিতে আরও ৩৭ রান তুলে টাইগাররা। তাতে ৩৬৭ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছেন নাজমুল শান্তর দল।
এর আগে আজ (২১ নভেম্বর) তৃতীয় দিনের শুরুতে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। গতকাল ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে দিন শেষ করা দলটি আজ স্কোরবোর্ডে যোগ করে ১৬৭ রান। লরান টাকারের অপরাজিত ৭৫ রানে শেষ পর্যন্ত ২৬৫-তে থামে আইরিশরা। যদিও এতে ফলোঅন এড়াতে পারেনি সফরকারীরা।
দ্বিতীয় দিন শেষে ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়লেও আজ স্টিফেন দোহানি ও লরকান টাকার ষষ্ঠ উইকেটে ৮১ রানের জুটি গড়ে দলকে সামলে তোলেন। দোহানি ৪৬ রান করে তাইজুল ইসলামের বলে বোল্ড হলে ভাঙে এ জুটি। এরপরই ম্যাকব্রাইন শূন্য রানে তাইজুলের আরেক ইনসুইংয়ে বোল্ড হন।
পরে লরকান টাকার জর্ডান নিলকে সঙ্গে নিয়ে ৭৪ রানের আরেক গুরুত্বপূর্ণ জুটি গড়েন। নিল ব্যক্তিগত ৪৭ রানে পৌঁছাতেই বাংলাদেশ নতুন বল নেয় এবং এবাদত হোসেনের হাতে ক্যাচ বানিয়ে ফেরেন তিনি। তখন দলের রান ছিল ২৪৯/৮। শেষপর্যন্ত টাকার ১৭১ বলে ৭ চারসহ অপরাজিত ৭৫ রানের ইনিংস ছাড়া আইরিশদের কেউই বড় স্কোর দাঁড় করাতে পারেননি।
সব মিলিয়ে আয়ারল্যান্ডের ইনিংস থেমেছে ২৬৫ রানে, ফলে তারা বাংলাদেশের চেয়ে ২১১ রানে পিছিয়ে ছিল। তাতে আয়ারল্যান্ডকে ফলোঅন করার সুযোগও পেয়েছিল নাজমুল হোসেন শান্ত। যদিও শেষ পর্যন্ত সেই সুযোগ না নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল।
আয়ারল্যান্ডকে অল্পতে আটকে দেওয়ার কৃতিত্বটা অবশ্য তাইজুলের। ৪ উইকেট নিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারে উইকেটসংখ্যা দাঁড় করিয়েছেন ২৪৭-এ, যেখানে সাকিব আল হাসানের ২৪৬ উইকেটকে টপকে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারির সামনে দাঁড়িয়ে তিনি। খালেদ ও মুরাদ পেয়েছেন ২টি করে উইকেট, আর এবাদত হোসেন পেয়েছেন ১টি।