আইপিএলের মেগা নিলামে বাংলাদেশের ৩ ক্রিকেটার
খেলা ডেস্ক
২১ নভেম্বর ২০২৫, ১৬:১০
নারী আইপিএলের আসন্ন মেগা নিলামে নিবন্ধন করেছেন বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার। তারকা পেসার মারুফা আক্তারের সঙ্গে এই তালিকায় আছেন লেগস্পিন অলরাউন্ডার স্বর্ণা আক্তার ও রাবেয়া খান। আগামী ২৭ নভেম্বর দিল্লিতে বসছে এই রঙিন নিলামের মহাযজ্ঞ, যেখানে ২২৭ জন ক্রিকেটারের সঙ্গে তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের তিন প্রতিভাবান মুখ।
গত নারী ওয়ানডে বিশ্বকাপেই আলো ছড়িয়ে সবার নজর কাড়েন মারুফা। নিজের প্রথম ম্যাচে ইনসুইংয়ের জাদুতে পাকিস্তানের ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে বোল্ড করে হৈচৈ ফেলে দেন তিনি। লাসিথ মালিঙ্গাও সেই ডেলিভারির ভিডিও শেয়ার করে প্রশংসায় ভাসান তরুণ এই পেসারকে।
মারুফার সঙ্গে নিলামে নাম লিখিয়েছেন স্বর্ণা ও রাবেয়া খানও। বিশ্বকাপে তারাও আলো ছড়িয়েছেন। ব্যাট হাতে ৭ ম্যাচে ১১৬ রান ও মাত্র ৩৪ বলে ফিফটি পেয়েছিলেন স্বর্ণা আক্তার। বল হাতে শিকার করেছেন ৬ উইকেট। অন্যদিকে রাবেয়া ৭ ম্যাচে ৭ উইকেটের পাশাপাশি করেছেন ৮৭ রান। তিনজনেরই ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ লাখ রুপি।
এবারের নিলামে মোট ২২৭ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন, যার মধ্যে ৮৩ জন বিদেশি। দল পাওয়ার সুযোগ আছে ৭৩ জনের, আর বিদেশি কোটা—মাত্র ২৩। অস্ট্রেলিয়া থেকে সবচেয়ে বেশি ২৩ জন খেলোয়াড় নিবন্ধন করেছেন। তবে গত আসরে আলো ছড়ানো তাহলিয়া ম্যাকগ্রা কিংবা সোফিয়া মলিনিউয়ের নাম নেই তালিকায়।
ইংল্যান্ড থেকে ২২, নিউজিল্যান্ড ১৩ এবং দক্ষিণ আফ্রিকা থেকে এসেছে ১১ নিবন্ধন। শ্রীলঙ্কার চামারি আতাপাত্তুর সঙ্গে নিলামে আছেন হার্শিতা সামারাবিক্রমা ও ইনোকা রানাভিরা। এছাড়া থাইল্যান্ডের থিপাচা পুথাওয়াং, যুক্তরাষ্ট্রের তারা নরিস, সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক ইশা ওজা ও উইকেটকিপার তির্থা সাতিশও তালিকায় জায়গা পেয়েছেন।
এমআই