Advertisement
Us Bangla Airlines
বিপিএল নিয়ে অনিশ্চয়তা, আবারও পেছাল নিলামের তারিখ

বিপিএল নিয়ে অনিশ্চয়তা, আবারও পেছাল নিলামের তারিখ

খেলা ডেস্ক

১৯ নভেম্বর ২০২৫, ২০:৫৮

চলতি বছরের ১৯ ডিসেম্বর মাঠে গড়ানোর কথা বিপিএলের ১২তম আসর। টুর্নামেন্টের ফাইনাল হতে পারে আগামী ১৬ জানুয়ারি—এমন সম্ভাব্য সূচি জানিয়ে রেখেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই অনিশ্চয়তা বাড়ছে নিলামকে ঘিরে। বারবার পিছিয়ে যাচ্ছে সময়সূচি।

প্রথমে নির্ধারিত হয়েছিল এই মাসের ১৭ তারিখ। পরে হোটল কক্ষ ফ্রি না পাওয়ায় তা সরিয়ে নেওয়া হয় ২১ নভেম্বর। এরপর নতুন দিন ঠিক হয় ২৩ নভেম্বর, অর্থাৎ আগামী রোববার। তবে এটিও আর হচ্ছে না। বিসিবির এক শীর্ষ পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৩ নভেম্বর নিলাম না হওয়ার সিদ্ধান্ত এখন একেবারে চূড়ান্ত। তবে নতুন তারিখ কবে নির্ধারণ হবে, সেটি এখনো স্পষ্ট নয়। এ নিয়ে আজ সারাদিন ধরে বোর্ড পরিচালকদের মধ্যে দফায় দফায় বৈঠক চলছে।

মূল সমস্যাটি তৈরি হয়েছে দলগুলোর ব্যাংক গ্যারান্টি জমা দেওয়া ঘিরে। জানা গেছে, পাঁচ ফ্র্যাঞ্চাইজির টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা থাকলেও দুটি দল এখনো ব্যাংক গ্যারান্টি জমা দিতে পারেনি, আর সেই জটিলতার কারণেই পিছিয়ে গেল নিলাম।

এবার বিপিএলে ড্রাফট নয়—বহু বছর পর ফিরে আসছে নিলাম পদ্ধতি। দক্ষ বিদেশি কর্মী এনে পুরো প্রক্রিয়াটি পেশাদারভাবে পরিচালনা করার পরিকল্পনা আছে বিসিবির। কিন্তু ব্যাংক গ্যারান্টির ঝামেলা না মিটলে নিলাম তো নয়ই, বিপিএলের সময়সূচিও অনিশ্চয়তার মুখে পড়তে পারে।

এমআই