Advertisement
Us Bangla Airlines
তাসকিনের দুর্দান্ত বোলিংয়ের কাছে সাইফদের হার
টি-টেন ক্রিকেট

তাসকিনের দুর্দান্ত বোলিংয়ের কাছে সাইফদের হার

খেলা ডেস্ক

১৯ নভেম্বর ২০২৫, ১৯:৫৮

শেষ দুই ওভারে প্রয়োজন ২০ রান, হাতে ৭ উইকেট। অ্যাসপিন স্ট্যালিয়নসের জয়টা যেন হাতের মুঠোয় ছিল। কিন্তু ১৯তম ওভারের প্রথম বলেই উইকেট তুলে নেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। শেষ ওভারে শাহনাওয়াজ দাহানির দুর্দান্ত বোলিংয়ে অ্যাসপিনকে ৪ রানে হারায় তাসকিনের নর্দান ওয়ারিয়র্স।

বুধবার (১৯ নভেম্বর) টসে হেরে শুরুতে ব্যাট করতে নামে তাসকিনের দল। জনসন চার্লসের ফিফটিতে নির্ধারিত ১০ ওভার শেষে ১১৪ রানের বড় সংগ্রহ পায় নর্দান ওয়ারিয়র্স। জবাবে ব্যাট করতে নেমে দশ ওভারে ১১০ রান করে অ্যাসপিন স্ট্যালিয়নস। দলটির একাদশে ছিলেন টাইগার অলরাউন্ডার সাইফ হাসান।

ম্যাচের শুরুতে ওয়ারিয়র্সের ইনিংস শুরু হয়েছিল ধীরগতিতে। মাত্র ৮ রান করেই ফিরে যান হজরাতুল্লাহ জাজাই। তবে এরপর জনসন চার্লস ও কলিন মুনরো মিলে তৈরি করেন বিধ্বংসী জুটি। চার্লস ৩৪ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন, তার ইনিংসে ছিল ৪ চার ও ৪ ছক্কা। মুনরো খেলেন ২১ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস। 

দুজনের অপরাজিত ৯৯ রানের জুটিতে ওয়ারিয়র্স নির্ধারিত ১০ ওভার শেষে স্কোর বোর্ডে তোলে ১১৪/১। বাংলাদেশের সাইফ হাসান এক ওভার হাত ঘুরিয়ে খরচ করেছেন ১৭ রান।

এদিকে ১১৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে স্ট্যালিয়নস। ইনিংসের প্রথম দিকেই আগুন ঝরান রহমানউল্লাহ গুরবাজ। মাত্র ১১ বলে করেন ২৯ রান; ২টি চার ও ৩টি ছক্কায় সাজানো ইনিংস ম্যাচে নতুন গতি আনলেও বেশি সময় টেকেনি। গুরবাজ আউট হওয়ার পর ২০ বলে ৩৩ রানের ইনিংস খেলেন আভিষ্কা ফার্নান্দো।

তবুও ম্যাচের মোড় ঘুরে যায় ওয়ারিয়র্স পেসারদের দুর্দান্ত বোলিংয়ে। টাইগার পেসার তাসকিন নিজের দুই ওভারে শিকার করেছেন ২ উইকেট। এরপর আসল ক্ষত তৈরি করেন পাকিস্তানি পেসার শাহনাওয়াজ দহানি। মাত্র ১০ রান দিয়ে ২ উইকেট নিয়ে তিনি স্ট্যালিয়নসের রানের গতি আটকে দেন। 

জয়ের জন্য শেষ ওভারে স্ট্যালিয়নসের প্রয়োজন ছিল মাত্র ৮ রান। তবে দাহানির বলে ১১ বলে ১৫ করে আউট হন সাইফ হাসান। এরপর টায়মাল মিলস ফিরতেই চাপটা বাড়তে থাকে স্ট্যালিয়নস শিবিরে। পরে স্যাম বিলিংস চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। শেষ বলে হরভজনের রান আউটে ১১০ রানে থামে অ্যাসপিন স্ট্যালিয়নস।

এমআই