সেঞ্চুরি করে সুখবর পেলেন শান্ত-জয়
খেলা ডেস্ক
১৯ নভেম্বর ২০২৫, ২০:৪৫
সিলেট টেস্টে ইনিংস ও ৪৭ রানের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। সেই ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। দুর্দান্ত দুই সেঞ্চুরির পুরস্কার পেলেন তাঁরা আইসিসির সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে। সেখানে সবচেয়ে বড় লাফ দিয়েছেন শান্ত ও জয়।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আজ (বুধবার) র্যাঙ্কিং হালনাগাদ করেছে। ক্যারিয়ারের সেরা ইনিংস খেলে ১৯ ধাপ উন্নতি করে জয় উঠে এসেছেন ৭৪ নম্বরে। সিলেটে ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন জয়, কিন্তু ব্যারি ম্যাকার্থির বলে আউট হয়ে থেমে যান ১৭১ রানে। তাঁর ১৪ চার ও ৪ ছক্কায় সাজানো ইনিংসই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
ওই ম্যাচে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলেছেন ওয়ানডে ঘরানার আগ্রাসী এক ইনিংস। মাত্র ১১২ বলে সেঞ্চুরি তুলে নেওয়া শান্ত র্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে এখন ৩৪ নম্বরে। তবে উন্নতির আনন্দ ভাগাভাগি করতে পারেননি মুশফিকুর রহিম। ক্যারিয়ারের ৯৯তম টেস্টে ২৩ রান করায় তিনি ৫ ধাপ পিছিয়ে ৩৭ নম্বরে নেমে গেছেন।
অন্যদিকে উইকেটকিপার ব্যাটার লিটন দাসের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। প্রথম টেস্টে ৬০ রান করলেও তিনি আগের মতোই ৪৫ নম্বরে আছেন। বাংলাদেশের ব্যাটারদের সাম্প্রতিক এই উত্থান টেস্ট র্যাঙ্কিংয়ে আবারও নতুন আলো ফেলেছে—বিশেষ করে শান্ত ও জয়ের সেঞ্চুরি বাংলাদেশকে দিয়েছে জয়, আর র্যাঙ্কিংয়ে এনে দিয়েছে তুমুল উত্থান।
এদিকে কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতকে অস্বস্তিকর হারের স্বাদ দিয়ে র্যাংকিংয়ে উন্নতি করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। তাদের অধিনায়ক টেম্বা বাভুমা প্রথমবার শীর্ষ পাঁচে উঠেছেন। ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনি ৫৫ রান করেন। দুই ধাপ এগিয়ে পাঁচ নম্বরে তিনি।
এমআই