মুশফিকের শততম টেস্ট নিয়ে সাকিবের আবেগঘন বার্তা
খেলা ডেস্ক
১৯ নভেম্বর ২০২৫, ১২:৩৬
মুশফিকুর রহিমের শততম টেস্টকে ঘিরে আবেগঘন বার্তা দিলেন সাকিব আল হাসান। দীর্ঘদিনের সতীর্থকে উদ্দেশ করে সাকিব স্মৃতিচারণ করলেন লর্ডসে মুশফিকের অভিষেক টেস্টের দিনগুলো। জানালেন, কীভাবে সেই ম্যাচের প্রতিটি বল তিনি দেখেছিলেন বিকেএসপির বিনোদন কক্ষে বসে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিকের শততম টেস্ট নিয়ে সাকিব লিখেছেন, ‘লর্ডসে আপনার প্রথম টেস্ট ম্যাচের প্রতিটি বল আমি দেখেছিলাম। সেই মুহূর্ত থেকেই আপনি শুধু আমাকে নয়, বাংলাদেশসহ বিশ্বের অসংখ্য ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছেন।’
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও জানান, বয়সভিত্তিক ক্রিকেটে মুশফিকের নেতৃত্বই তাকে আজীবনের অধিনায়ক হিসেবে প্রতিষ্ঠা করে দিয়েছে। ‘আপনি যখন বয়সভিত্তিক দলে নেতৃত্ব দিতেন, তখন থেকেই আপনাকে আমার ক্যাপ্টেন মনে করেছি। আজও করি, আর যত দিন ক্রিকেট খেলব—আপনিই থাকবেন আমার অধিনায়ক।’
মুশফিকের ঐতিহাসিক মাইলফলককে ঘিরে শুভেচ্ছা জানাতে গিয়ে সাকিবের কণ্ঠে উঠে আসে গভীর ভালোবাসা ও সম্মান। তিনি বলেন, ‘১০০তম টেস্ট—এটা যে কোনো ক্রিকেটারের জন্যই গর্বের অর্জন। আপনার প্রথম ম্যাচের মতোই এই ম্যাচের প্রতিটি বল আমি দেখব। আশা করি আপনি দারুণ উপভোগ করবেন এই বিশেষ লড়াই।’
শেষে সাকিবের আক্ষেপ—এই ঐতিহাসিক ম্যাচে মুশফিকের পাশে থাকতে না পারার। সাকিব বলেন, ‘ইচ্ছে ছিল, আপনার সঙ্গে মাঠে নেমে এই গৌরবময় অর্জন উদ্যাপন করব। যদি খেলতে পারতাম—তাহলে আনন্দটা আরও পূর্ণ হতো!”
বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ ছিল তাঁর। রাজনৈতিক কারণে জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে না পারলেও সতীর্থের প্রতি তাঁর শ্রদ্ধা, নিবেদনের কমতি নেই।
এমআই