মুশফিকের শততম টেস্ট উদযাপনে যত আয়োজন বিসিবির
খেলা ডেস্ক
১৮ নভেম্বর ২০২৫, ২১:৪৬
আয়ারল্যান্ড সিরিজের শেষ টেস্ট মাঠে গড়াচ্ছে আগামীকাল। আর সেই ম্যাচেই দেশের ক্রিকেটে আরেকটি ঐতিহাসিক মুহূর্ত—টেস্ট ক্যারিয়ারের শততম ম্যাচে পা রাখতে যাচ্ছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। এই মাইলফলককে ঘিরে বিশেষ আয়োজন সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, শততম টেস্ট উদযাপনে সকাল থেকেই মাঠে শুরু হবে একের পর এক সম্মাননা প্রদান। সকাল ৯টা ১৬ মিনিটে বাংলাদেশ দল মাঠে প্রবেশ করবে। এর এক মিনিট পরই ৯টা ১৭ মিনিটে মুশফিকের হাতে বিশেষ টুপি তুলে দেবেন তার প্রথম টেস্ট অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
৯টা ১৯ মিনিটে আকরাম খান উপহার দেবেন একটি বিশেষ কারুকার্যময় টুপি। ঠিক ৯টা ২০ মিনিটে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মুশফিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করবেন। এরপর ৯টা ২১ মিনিটে দেওয়া হবে দুটি অটোগ্রাফ করা জার্সি—একটি বাশারের কাছ থেকে, অন্যটি বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছ থেকে।
৯টা ২২ মিনিটে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন শান্ত। তার পরই ৯টা ২৩ মিনিটে নিজের অনুভূতি প্রকাশ করবেন মুশফিক। ৯টা ২৪ মিনিটে তোলা হবে গ্রুপ ফটো। আর ৯টা ২৫ মিনিটে আবার মাঠে প্রবেশ করবে বাংলাদেশ দল।
মুশফিকের দুই দশকের অনবদ্য ক্রিকেট-যাত্রা উদযাপনে সাজানো এই সময়সূচি নিখুঁতভাবেই ফুটিয়ে তুলেছে তার নিষ্ঠা, শৃঙ্খলা ও আবেগে গাঁথা পথচলার প্রতিচ্ছবি।
এমআই