Advertisement
Us Bangla Airlines
দুঃসংবাদ পেলেন বাবর আজম

দুঃসংবাদ পেলেন বাবর আজম

খেলা ডেস্ক

১৮ নভেম্বর ২০২৫, ১৭:৫৪

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ছন্দে ফিরলেও দুঃসংবাদ পেলেন বাবর আজম। রোববার রাওয়ালপিন্ডিতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আচরণবিধি ভঙ্গ করায় পাকিস্তান অধিনায়ককে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। গত ২৪ মাসে যা তাঁর প্রথম শাস্তি।

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আইসিসির আচরণবিধির ২.২ অনুচ্ছেদ ভঙ্গের দায়ে অভিযুক্ত হন বাবর। যেখানে বলা আছে—‘আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেট সরঞ্জাম বা পোশাক, মাঠের যন্ত্রপাতি কিংবা স্থাপনাগুলোর অপব্যবহারের সঙ্গে সম্পর্কিত।’ ঠিক এই অভিযোগেই ধরা পড়েন তিনি।

২১তম ওভারে ৩৪ করে আউট হওয়ার পর হতাশ বাবর স্টাম্পে ব্যাট ছুড়ে আঘাত করেন। ঘটনাটি চোখ এড়ায়নি আম্পায়ারদের। অনফিল্ড আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও রশিদ রিয়াজ, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি অভিযোগটি আনেন ম্যাচ রেফারির কাছে।

পরবর্তীতে নিজের ভুল স্বীকার করে নেন বাবর। ম্যাচ রেফারি আলী নকভির প্রস্তাবিত শাস্তিও মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। সাধারণত লেভেল–১ ভঙ্গের শাস্তি সতর্কবার্তা থেকে শুরু করে ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা ও এক–দুটি ডিমেরিট পয়েন্ট যোগ হতে পারে।

শাস্তির ছায়া থাকলেও ব্যাট হাতে ওয়ানডে সিরিজটা ছিল বাবরীয় ঝলকে ভরা। তিন ম্যাচে ৮২.৫০ গড়ে করেছেন ১৬৫ রান, যা যৌথভাবে সিরিজের সর্বোচ্চ। দ্বিতীয় ওয়ানডেতে ১০২ রানে অপরাজিত ছিলেন এই তারকা ব্যাটার। ৮৩ ইনিংস ও ৮০৭ দিনের অপেক্ষার পর সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি।

এমআই