Advertisement
Us Bangla Airlines
২২ বছরের কালো দাগ কাটাতে চায় বাংলাদেশ

২২ বছরের কালো দাগ কাটাতে চায় বাংলাদেশ

খেলা ডেস্ক

১৭ নভেম্বর ২০২৫, ২১:০৪

ভারতের বিপক্ষে ২২ বছর ধরে জয় পায়নি বাংলাদেশ। ২০০৩ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে ভারতকে হারানোর পর থেকে আর জয় নেই। এবার এশিয়ান কাপ বাছাইয়ের শেষ হোম ম্যাচে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে সেই দীর্ঘদিনের “বন্ধ্যাত্ব” ভাঙার লক্ষ্য নিয়েছে বাংলাদেশ।

অধিনায়ক জামাল ভূঁইয়া মনে করেন, ভারত তাদের সেরা অবস্থায় নেই। ‘ওদের সুপার লিগ এখনো শুরু হয়নি। তাই আমার জন্য এটা পজিটিভ,’ বলেন তিনি।

প্রস্তুতি ম্যাচে নেপালের বিপক্ষে লো ব্লক দেখা গিয়েছিল। তাই কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আশা করছেন, ভারতের বিপক্ষে ম্যাচে গোলের সুযোগ বেশি হবে। ‘নেপালের বিপক্ষে যা করতে পেরেছি, কি পরিকল্পনা অনুযায়ী হয়নি, সব বিশ্লেষণ করেছি। আশা করি কাল সব ঠিকভাবে কাজে লাগবে।’

গত কয়েকটি ম্যাচে শেষ মুহূর্তে গোল হজমের অভিজ্ঞতা বাংলাদেশের সতর্কতা বাড়িয়েছে। জামাল বলেন, ‘যদি আমরা তিন পয়েন্ট চাই, অবশ্যই কোনো ভুল করা যাবে না। আগে যা করেছি তা থেকে শিক্ষা নিতে হবে।’

৩৫ বছর বয়সী অধিনায়ক জামাল ভূঁইয়া মনে করেন, ভারতের বিপক্ষে তিনি হয়তো শেষ ম্যাচ খেলতে পারেন, তবে ভবিষ্যতেও সুযোগ থাকতে পারে। ‘না খেললে খারাপ লাগবে, তবে সিদ্ধান্ত কোচের।’ প্রায় চার বছর ধরে বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা দায়িত্বে। তবে ভারত ম্যাচের পর তার অধ্যায় শেষ হওয়ার গুঞ্জন আছে।

এমআই