Advertisement
Us Bangla Airlines
নাস্তার সময় নিয়েও মুশফিকের পেশাদারিত্ব, মুগ্ধ আইরিশ কোচ

নাস্তার সময় নিয়েও মুশফিকের পেশাদারিত্ব, মুগ্ধ আইরিশ কোচ

খেলা ডেস্ক

১৭ নভেম্বর ২০২৫, ১৯:৩৪

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে সিলেটে ইনিংস ব্যবধানে হেরেছিল আয়ারল্যান্ড। এবার শেষ টেস্টে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ঘুরে দাঁড়াতে মুখিয়ে আছে আইরিশ দল। আর এই ম্যাচটি বাংলাদেশের জন্যও বিশেষ—কারণ এটি মুশফিকুর রহিমের ১০০তম টেস্ট।

মুশফিককে এই বড় অর্জনের জন্য অভিনন্দন জানালেও আইরিশ কোচ হেনরিখ মালান ব্যাটে তার রান চাননি। সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দেশের জন্য ১০০টি টেস্ট খেলা একটি বিশাল অর্জন। আমরা মাত্র ১০টি টেস্ট খেলেছি। এর পেছনে রয়েছে অনেক কঠোর পরিশ্রম।’

মালান আরও যোগ করেন, ‘টেস্ট ক্রিকেট সত্যিই কঠোর পরিশ্রমের খেলা। এই অর্জনের জন্য প্রায় চার-পাঁচশ ওয়ার্ম-আপের সমান পরিশ্রম করতে হয়েছে। আশা করি এই পাঁচ দিনে (দ্বিতীয় টেস্ট) সে হয়তো বেশি রান নাও করতে পারে, তবুও ১০০তম টেস্ট খেলার জন্য তাকে অভিনন্দন।'

মুশফিকের পেশাদারিত্ব নিয়ে মালান বলেন, ‘আমি মনে করি, তার দীর্ঘদিন ধরে খেলার কারণ তার পেশাদারিত্ব। ভোরে উঠে প্রতিদিন সকাল ৬:৪৫ টায় হোটেলে নাস্তা করতে দেখি। এরপর সে সবার আগে বাসে ওঠে, মাঠে যায় এবং অন্য খেলোয়াড়দের আগে নিজের ওয়ার্ম-আপ, স্ট্রেচিং ও ব্যাটিং অনুশীলন করে।’

‘ধারাবাহিকভাবে এমন অভ্যাস করলে, যখন আলো আসে তখন পারফর্ম করার জন্য প্রস্তুত থাকা সম্ভব হয়। মুশফিক ঠিক তাই করে দেখিয়েছেন’- যোগ করেন আইরিশ কোচ।

এমআই