১৪৮ বছরের টেস্ট ইতিহাসে এমন ঘটনা প্রথম দেখা গেল
খেলা ডেস্ক
১৭ নভেম্বর ২০২৫, ১৭:৩৩
জাসপ্রীত বুমরাহর ‘বেঁটে’ মন্তব্যে দমে যাননি টেম্বা বাভুমা। উল্টো চাপের মুহূর্তে দ্বিতীয় ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেছেন। তাতে ভারতের সামনে লক্ষ্য দাঁড়িয়েছিল ১২৪ রান। কিন্তু সেই লক্ষ্যও ছুঁতে পারল না ভারত। প্রোটিয়াদের জয়ের দিনে এমন এক ঘটনা দেখল ক্রিকেটবিশ্ব, যা টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে আগে কখনো ঘটেনি।
২০২৩ সালে ডিন এলগারের কাছ থেকে টেস্ট নেতৃত্ব পেয়েছিলেন টেম্বা বাভুমা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে বাভুমার অধিনায়কত্ব শুরু হয়েছিল। তারপর থেকে একের পর এক ম্যাচে তিনি দেখিয়েছেন অভূতপূর্ব স্থিরতা। লর্ডসে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের মুহূর্তটি ছিল তার নেতৃত্বযাত্রার সবচেয়ে উজ্জ্বল অধ্যায়।
নেতৃত্বের ক্যারিয়ারে কলকাতা টেস্ট জয় পরিণত হয়েছে ইতিহাসে। তাতে এখন পর্যন্ত মোট ১১ টেস্টে নেতৃত্ব দিয়েছেন বাভুমা—জিতেছেন ১০টি, ড্র একটি! টেস্ট ক্রিকেটের দীর্ঘ ১৪৮ বছরের পথচলায় কোনো অধিনায়কই প্রথম ১১ টেস্টে এমন সাফল্য পাননি।
প্রথম ১০ টেস্টে ৯ জয়ে তিনি আগে পাশে বসেছিলেন ইংল্যান্ড কিংবদন্তি পার্সি চ্যাপম্যানের। পার্থক্য হলো—চ্যাপম্যানের ছিল একটি হার, বাভুমার নেতৃত্বে কোনো হারের দাগ নেই। অন্যদিকে মাইক ব্রিয়ারলি নিজের ১৫তম ম্যাচে পেয়েছিলেন তার দশম জয়, যেখানে ১১তম ম্যাচেই তা ছুঁয়েছেন বাভুমা।
এমনকি কোনো টেস্ট না হেরে সবচেয়ে বেশি জয় পাওয়া অধিনায়ক এখন প্রোটিয়া কাপ্তান। এর আগে ১০ ম্যাচে ৮ জয় নিয়ে সবার ওপরে ছিলেন অস্ট্রেলিয়ার ওয়ারউইক আর্মস্ট্রং। তবে বাভুমার টানা জয়ে শতবছরের পুরনো রেকর্ডও গত হয়েছে। ব্যাট হাতে দলের আস্থা বাড়ানো বাভুমা অধিনায়কত্বেও সেরাদের সেরা।
এমআই