সিঙ্গাপুর ম্যাচে স্কোয়াড থেকে বাদ পড়ছেন রাকিব-তপু
খেলা ডেস্ক
১৯ নভেম্বর ২০২৫, ১৬:০৮
এশিয়ান কাপ বাছাইপর্বে ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং সিঙ্গাপুর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের দলে থাকছেন না ফরোয়ার্ড রাকিব হোসেন ও ডিফেন্ডার তপু বর্মণ। গতকাল (মঙ্গলবার) ভারতের বিপক্ষে ম্যাচে দুই খেলোয়াড়ই হলুদ কার্ড দেখায় তাদের এ ম্যাচে খেলা সম্ভব হচ্ছে না।
এর আগে, এশিয়ান কাপ বাছাইপর্বে একাধিক হলুদ কার্ড পাওয়ায় বাংলাদেশ দলের এই দুই খেলোয়াড় আগেও সতর্ক অবস্থায় ছিলেন। দুই হলুদ কার্ডের নিয়ম অনুযায়ী পরবর্তী ম্যাচে খেলতে অযোগ্য হন তারা। এমনকি হলুদ কার্ড দেখায় ভারত ম্যাচে খেলতে পারেননি ফরোয়ার্ড ফাহমিদুল ইসলাম।
সিঙ্গাপুর ইতোমধ্যে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপ খেলার যোগ্যতা নিশ্চিত করেছে। পাঁচ ম্যাচ শেষে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে রয়েছে তারা। হংকং ৮ পয়েন্ট নিয়ে পিছিয়ে রয়েছে। হংকং শেষ ম্যাচে ভারতকে হারালেও, হেড টু হেডে সিঙ্গাপুর এগিয়ে থাকায় তারা গ্রুপ জয় নিশ্চিত করেছে।
বাংলাদেশের লক্ষ্য শেষ ম্যাচে সিঙ্গাপুরকে হারিয়ে ৮ পয়েন্ট নিয়ে বাছাইপর্ব শেষ করা। যদি তারা জিতে, তবুও তিন পয়েন্টের ব্যবধানের কারণে এশিয়ান কাপ খেলার সুযোগ হাতছাড়া হবে।
এশিয়ান কাপ বাছাইয়ে পাঁচ ম্যাচে মোট ১১ হলুদ কার্ড পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হৃদয় ও মজিবুর; সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে শাকিল, তপু, ফাহিম ও ফাহমিদুল এবং ঢাকার হোম ও অ্যাওয়ে ম্যাচে রাকিব, ফাহমিদুল ও তারিক কার্ড দেখেছেন। এই ধারাবাহিক হলুদ কার্ডের কারণে রাকিব ও তপু সিঙ্গাপুরের ম্যাচে খেলতে পারছেন না।
এমআই