মুশফিকের শততম টেস্ট নিয়ে যা বললেন মাশরাফি
খেলা ডেস্ক
১৯ নভেম্বর ২০২৫, ১৪:৫৯
বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১০০তম টেস্ট খেলছেন মুশফিকুর রহিম। দেশের ক্রিকেটে এটি এক অনন্য মাইলফলক। এই বিশেষ মুহূর্তে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা প্রকাশ করেছেন আবেগঘন বার্তা, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনাও তুলেছে।
মুশফিককে উদ্দেশ করে মাশরাফি লিখেছেন—‘মুশফিক, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে ১০০ টেস্ট ম্যাচ খেলতে নামছো তুমি। আমাদের দেশের ক্রিকেটের বাস্তবতায় অসাধারণ এক অর্জন এটি। টেস্ট ক্রিকেটের প্রতি তোমার ভালোবাসা, নিবেদন ও প্যাশন সত্যিই অনন্য।’
টেস্ট ক্রিকেটে দুই দশকেরও বেশি সময় ধরে মুশফিকের নিবেদন, পরিশ্রম এবং ধারাবাহিকতার প্রশংসাও করেন তিনি। তার ভাষায়—‘২০ বছরের বেশি সময় ধরে টপ লেভেলে এভাবে খেলে যাওয়া দারুণ গর্বের।’
মাশরাফির বিশ্বাস, মুশফিকের এই দীর্ঘ পথচলা নতুন প্রজন্মের ক্রিকেটারদের জন্য হবে দারুণ অনুপ্রেরণা—‘আশা করি, তোমাকে দেখে অনেক তরুণ ক্রিকেটার অনুপ্রাণিত হবে, টেস্ট ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ার গড়তে উজ্জীবিত হবে। দোয়া করি, যতদিন খেলবে, যেন দলের জন্য আরও অবদান রাখতে পারো।’
বার্তার শেষে প্রিয় সতীর্থকে শুভকামনাও জানাতে ভোলেননি তিনি। পাশাপাশি মুশফিককে ডাকা প্রিয় নামটাও উল্লেখ করে ম্যাশ বলেন, ‘শুভ কামনা, মুশফিকুর রহিম (বান্টু দা)।’
এমআই