Advertisement
Us Bangla Airlines
শততম টেস্টে ৯৯ রান করে দিন পার মুশফিকের

শততম টেস্টে ৯৯ রান করে দিন পার মুশফিকের

খেলা ডেস্ক

১৯ নভেম্বর ২০২৫, ১৬:৫১

মিরপুর টেস্টে নামার সঙ্গে সঙ্গেই ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলক ছুঁয়েছেন তিনি। তবে এই বিশেষ মুহূর্তে ব্যাট হাতেও দারুণ অবদান রাখছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তিন অঙ্ক ছুঁতে ভক্তদের এক রানের অপেক্ষায় রেখে দিন পার করেছেন তিনি।

বুধবার (১৯ নভেম্বর) টসে জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় টাইগাররা। তবে ৫২ রানে প্রথম উইকেট হারালেই মুহূর্তেই আরও ২ উইকেট হারিয়ে বসে নাজমুল শান্তর দল। এতে প্রথম সেশনেই ব্যাট করতে নামে শততম টেস্টের মাইলফলক ছোঁয়া মুশফিকুর রহিম।

প্রথম সেশনে ৩ আর দ্বিতীয় সেশনে ৪৮ রানে অপরাজিত থাকেন এই ডানহাতি ব্যাটার। তৃতীয় সেশনে আরও ৫১ রান যোগ করে ৯৯ রানে অপরাজিত থেকে দিন পার করেন মুশফিকুর রহিম। ম্যাচের দ্বিতীয় দিনে মাত্র এক রান করলেই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির দেখা পাবেন তিনি।

শততম টেস্টে ৯৯ রান করে দিন পার মুশফিকের

শততম টেস্টে সেঞ্চুরি করা কীর্তি এখন পর্যন্ত মাত্র ১১ জন ক্রিকেটারের। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন অঙ্কে পৌঁছালে মুশফিক এই তালিকায় ১২তম ক্রিকেটার হিসেবে নাম লেখাবেন। তিনি ইতোমধ্যে বাংলাদেশের প্রথম এবং বিশ্বের ৮৪তম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্টের মাইলফলক স্পর্শ করেছেন।

মুশফিকের অনবদ্য ইনিংসে ভালো সংগ্রহের দেখা পেয়েছে বাংলাদেশ। প্রথম দিনের শেষে বাংলাদেশের ১ম ইনিংসের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেট হারিয়ে ২৯২ রান। লিটল মাস্টারের পাশাপাশি মুমিনুল ৬৩, লিটন ৪৭, সাদমান ৩৫ ও জয় ৩৪ রান করেছেন।

আয়ারল্যান্ডের চারটি উইকেটই শিকার করেছেন ডানহাতি স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন। 

এমআই