মুশফিকের শততম টেস্ট: নতুন ইতিহাসের প্রস্তুতি নিচ্ছে বিসিবি
খেলা ডেস্ক
২৫ অক্টোবর ২০২৫, ১৬:১০
বাংলাদেশের ক্রিকেট মহাকাব্যে নতুন এক অধ্যায় লেখা হতে চলেছে। টেস্ট ক্যারিয়ারের ১০০ ম্যাচের অনন্য মাইলফলকের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন দেশের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ইতিমধ্যেই লাল বলের ফরম্যাটে ৯৮ ম্যাচ পার করেছেন তিনি, আর মাত্র দুই ম্যাচ বাকি—যা তাকে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে পৌঁছে দেবে।
শততম টেস্ট শুধু মুশফিকের ব্যক্তিগত সাফল্য নয়, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেও এটি এক উল্লেখযোগ্য কীর্তি। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই অন্যন্য মাইলফলক স্পর্শ করবেন তিনি। ২০০৫ সালে টেস্টে অভিষেক হওয়া মুশফিক ২০ বছর শততম টেস্টে নাম লেখাতে চলেছেন।
নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিতব্য টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের সূচি আগেই ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ঘোষণায় নিশ্চিত হয়েছে মুশফিকের শততম টেস্টের ভেন্যু ও তারিখও। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর মিরপুরে। যদি সব কিছু ঠিক থাকলে সেটাই হবে মুশফিকের মাইলফলক ম্যাচ।
প্রথম টেস্ট হবে ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দুই দলের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে সিরিজ শেষে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর।
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, ‘একশো টেস্ট খেলা বিরাট অর্জন। এটি শুধু ক্রিকেট বোর্ডের জন্যই নয়, দেশের ক্রিকেটপ্রেমীদের জন্যও উদযাপনযোগ্য মুহূর্ত। আমরা চাই সবাই এটি উদযাপন করবে।’
মুশফিকের টেস্ট রেকর্ডও চোখে পড়ার মতো। ৯৮ ম্যাচে ১২ সেঞ্চুরি ও ২৭ ফিফটি করেছেন তিনি, গড় ৩৮.১০। সংগ্রহ করেছেন ৬৩২৮ রান। মুশফিক ছাড়াও বাংলাদেশের সাবেক অধিনায়ক মুমিনুল হক ৭৩, সাকিব আল হাসান ৭১, তামিম ইকবাল ৭০ আর মোহাম্মদ আশরাফুল ৬১ টেস্ট খেলেছেন।
এমআই