Advertisement
Us Bangla Airlines
বিপিএলে অংশগ্রহণ নিয়ে যা বললেন ফরচুন বরিশালের মালিক

বিপিএলে অংশগ্রহণ নিয়ে যা বললেন ফরচুন বরিশালের মালিক

খেলা ডেস্ক

১৩ অক্টোবর ২০২৫, ১৩:২২

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পরপরই বিপিএল আয়োজন নিয়ে সরব হয়েছেন নতুন কমিটির পরিচালকরা। ইতোমধ্যে বিসিবির প্রথম পরিচালনা সভা শেষে বিপিএল আয়োজনের সম্ভাব্য সময় হিসেবে ডিসেম্বর-জানুয়ারির কথা জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।

দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি সময়মতো মাঠে গড়ানোর জন্য বিসিবি জোর প্রস্তুতি নিচ্ছে। তবে বিপিএল আয়োজনের দায়িত্ব যাদের হাতে তুলে দেওয়া হয়েছিল— সেই বিদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজি এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেনি।

এরই মাঝে বিসিবি বিপিএলের সম্ভাব্য দলগুলোর জন্য ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ আহ্বান করেছে। দেশের ১০টি অঞ্চলকে প্রতিনিধিত্ব করে নতুন করে দল গঠনের কথা বলা হয়েছে। আগ্রহ প্রকাশকারী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে যোগ্য পাঁচটি প্রতিষ্ঠানকে এবার মালিকানা দেওয়া হতে পারে।

এদিকে সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল নিয়ে জোর গুঞ্জন— তারা কি এবার থাকছে না? তবে সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, বিষয়টা তেমন নয়। দলটির মালিক মিজানুর রহমান জানান, এখনো বিপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত হয়নি তাদের। বরং কিছু সময় ও প্রস্তুতির প্রয়োজন রয়েছে বলেই অংশগ্রহণ নিয়ে পিছিয়ে আছেন।

তিনি বলেন, ‘বিপিএলে খেলব না, এমন কোথাও বলিনি। আমরা শুধু অনুরোধ করেছি, সময়টা একটু পিছিয়ে দেওয়ার জন্য। কারণ কিছু সরঞ্জাম আনতে সময় লাগে। বুলবুল ভাই দেশে ফিরলে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব।’

অন্যদিকে বিপিএল কমিটির সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, জমা পড়া আবেদনগুলো খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া যেসব ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের সন্দেহ রয়েছে, তাদের এবারের ড্রাফট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তও চূড়ান্ত পর্যায়ে। সব মিলিয়ে, দলবদল, মালিকানা ও বিতর্ক— সবকিছুর ভিড়ে জমে উঠছে বিপিএলের আগাম প্রস্তুতি।
 
এমআই