৩৫৬৩ দিন পর জয় পেল ভারত!
খেলা ডেস্ক
২৫ অক্টোবর ২০২৫, ১৭:৩৩
হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা এড়াতে ভারতকে শেষ ম্যাচে জিততেই হতো। সিডনিতে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে সহজ জয়ই পেল শুভমান গিলের দল। রোহিত শর্মার সেঞ্চুরি আর বিরাট কোহলির ফিফটিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে ভারত। অজিদের এই ভেন্যুতে ৩৫৬৩ দিন পর ওয়ানডে ম্যাচ জিতল ম্যান ইন ব্লু।
১৯৮৪ সালে ওয়ানডেতে সবশেষ অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত। এরপর সিরিজ জয়ে উত্থান-পতন দেখা গেলেও হোয়াইটওয়াশের লজ্জা বরণ করতে হয়নি। তবে চলমান সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সেই শঙ্কা উসকে দিয়েছিল রোহিত-কোহলিরা। এমনকি সিডনিতে সবশেষ দশ ম্যাচের আটটাতেই জিতেছিল অস্ট্রেলিয়া।
তবে শেষ ম্যাচে অজিদের আধিপত্য গুঁড়িয়ে দিয়ে জয় তুলে নিল ভারত। অস্ট্রেলিয়ার এই ভেন্যুতে ২০১৬ সালের জানুয়ারিতে সবশেষ ওয়ানডে জিতেছিল ভারত। সময়ের হিসাবে, ৩৫৬৩ দিন বা ৯ বছর ৯ মাস পর ওয়ানডে জিতল ভারত। তাতে আরেকবার হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচল এশিয়ার চ্যাম্পিয়নরা।

আজ (শনিবার) টসে জিতে শুরুতে ব্যাট করতে নামে স্বাগতিক অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ইনিংস শুরু হয় অধিনায়ক মিচেল মার্শ ও ট্র্যাভিস হেড এর ব্যাটে। কিন্তু মোহাম্মদ সিরাজের প্রথম চাপে হেড ফিরিয়ে জুটি ভাঙেন। প্রথম ছয় ব্যাটসম্যানের কেউ বড় ইনিংস করতে না পারলেও, শেষে ৪৭তম ওভারে অস্ট্রেলিয়ার ৬ উইকেট হারিয়ে ২৩৬ রানের ইনিংস শেষ হয়।
সিরাজ প্রথম উইকেট শিকার করলেও হার্শিত রানা বল হাতে এসে খেলা উল্টে দেন। ৩৯ রান খরচায় ৪ উইকেট শিকার করেন এই পেসার।
জবাবে অল্পতেই সাজঘরে ফেরেন শুভমান গিল। এরপর রোহিত ও কোহলি রানের গতি ধরে রেখে ভারতকে জয় এনে দেন। রোহিত ১২৫ বলে তিন ছক্কা ও ১৩ চারে অপরাজিত ১২১ রানের সেঞ্চুরি করেন। কোহলি ৮১ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন। দুই ব্যাটসম্যানের ১৭০ রানের জুটি অস্ট্রেলিয়ার কোনও প্রতিরোধের সুযোগই দেয়নি।
রোহিতের এই সেঞ্চুরি তাকে ওয়ানডেতে ভারতের সবচেয়ে বয়সে সেঞ্চুরি করা ব্যাটসম্যান তালিকায় উপরের দিকে নিয়ে গেছে। ৩৮ বছর ১৭৮ দিনে তিনি এই ইনিংস খেলেন, যেখানে সর্বোচ্চ অবস্থানে রয়েছেন সাচিন টেন্ডুলকার (৩৮ বছর ৩২৭ দিন)।
এমআই