বিশ্বের সব স্পিনারকে পেছনে ফেলে চূড়ায় রিশাদ
খেলা ডেস্ক
২৪ অক্টোবর ২০২৫, ১৯:২৪
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। বল হাতে ধারাবাহিক সাফল্যের পাশাপাশি ব্যাট হাতেও রেখেছেন অবদান। তিন ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে হয়েছেন সিরিজসেরা। একইসাথে এই সিরিজে এমন রেকর্ড গড়েছেন, যা ছুঁতে পারেনি বিশ্বের কোনো স্পিনার।
ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন রিশাদ হোসেন। বাংলাদেশের কোনো স্পিনার এর আগে ৬ উইকেটের দেখা পাননি। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে তিনটি করে উইকেট নিয়েছেন রিশাদ। সবমিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই লেগির উইকেট সংখ্যা ছিল ১২টি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একজন স্পিনার হিসেবে রিশাদই সর্বোচ্চ উইকেট শিকার করেছেন। এত দিন রেকর্ডটি যৌথভাবে দখলে ছিল অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ও আফগানিস্তানের রশিদ খানের। ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন জাম্পা। চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে একই কীর্তি গড়েছিলেন রশিদ।
উইন্ডিজদের বিপক্ষে ১২ উইকেট শিকার করে দুজনকেই পেছনে ফেলেছেন রিশাদ। তিন ম্যাচ সিরিজে বিশ্বের কোনো স্পিনার এত উইকেট শিকার করতে পারেননি।
ওয়ানডে ক্রিকেটে তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ উইকেট অবশ্য এখনো পেসারদের দখলে। ২০১৫ সালে ভারতের বিপক্ষে ১৩ উইকেট নিয়ে শীর্ষে আছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। আর ১২ উইকেট নিয়ে এখন দ্বিতীয় স্থানে রয়েছেন রিশাদ হোসেন। যদিও দ্বিতীয় হিসেবে রিশাদ একা নন।
এই তালিকায় তাঁর পাশে আছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ভাসবার্ট ড্রেকস ও বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফী বিন মোর্তজা।
এমআই