টি-টোয়েন্টি সিরিজের আগে স্কোয়াডে পরিবর্তন আনল ক্যারিবীয়রা
খেলা ডেস্ক
২৪ অক্টোবর ২০২৫, ১৬:৪৯
ওয়ানডে সিরিজে হারের পর এবার টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ শুরু হবে আগামী ২৭ অক্টোবর চট্টগ্রামে। স্পিন শক্তি বাড়াতে সিরিজ শুরুর আগেই দলে পরিবর্তন এনেছে ক্যারিবীয়রা।
উইন্ডিজ ক্রিকেট বোর্ড এক্স (সাবেক টুইটার)–এ জানায়, টি-টোয়েন্টি স্কোয়াডে নতুন করে যুক্ত হয়েছেন বাঁ-হাতি স্পিনার খারি পিয়েরে। তবে ইনজুরির কারণে বাদ পড়েছেন দুই পেসার— শামার জোসেফ ও জেডিয়াহ ব্লেডস। ফলে দলটির সদস্যসংখ্যা ১৫ থেকে কমে হয়েছে ১৪ জন।
২৬ বছর বয়সী শামার জোসেফ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগেই ইনজুরিতে পড়েছিলেন। কাঁধের সমস্যা কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে ফেরার কথা থাকলেও তা হয়নি। ইংল্যান্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার পুনর্বাসন চলছে। অন্যদিকে বাঁ-হাতি পেসার ব্লেডস ‘লোয়ার ব্যাক ফ্র্যাকচার’-এ ভুগছেন। ফলে তিনিও ছিটকে পড়েছেন।
ওয়ানডে দলে যুক্ত হওয়া আকিল হোসেন ও রেমন সিমন্ডস রয়েছেন টি-টোয়েন্টি স্কোয়াডেও। নতুন সংযোজন পিয়েরে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে ১ উইকেট পেয়েছিলেন। ব্যাট হাতেও অবদান রাখতে পারেন এই ক্রিকেটার। এছাড়া এশিয়ান কন্ডিশনে স্পিনের বাড়তি সুবিধায় স্কোয়াডে জায়গা পেয়েছেন এই ক্রিকেটার।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সিরিজের তিন ম্যাচ যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর সন্ধ্যা ৬টায় শুরু হবে।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল
শাই হোপ (অধিনায়ক), অলিক আথানাজে, আকিম অগাস্তে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, ব্রেন্ডন কিং, গুদাকেশ মোতি, রভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, রেমন সিমন্ডস ও খারি পিয়েরে।
এমআই