Advertisement
Us Bangla Airlines
নিজেকে কেন ‘বোরিং পার্সন’ বললেন মুশফিক 

নিজেকে কেন ‘বোরিং পার্সন’ বললেন মুশফিক 

খেলা ডেস্ক

২০ নভেম্বর ২০২৫, ২০:৩৪

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে দুই দশকের দুর্দান্ত পথচলা মুশফিকুর রহিমের। শততম টেস্ট খেলা দেশের প্রথম ক্রিকেটারও তিনি। শততম টেস্টেই সেঞ্চুরি করে জায়গা করে নেওয়া এলিট ক্লাবে। মাঠে তার আগ্রাসন, শৃঙ্খলা ও পেশাদারিত্ব ক্রিকেট–প্রেমীদের মুগ্ধ করে এসেছে সবসময়। তবু মুশফিকুর রহিম নিজেকে বললেন—‘বোরিং পার্সন’!

ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে মুশফিক জানালেন তার সাফল্যের পেছনের আসল গল্প। বললেন, ক্যারিয়ারে মনোযোগী থাকতে সবচেয়ে বড় ত্যাগটা করেছেন তার স্ত্রী। নিয়মিত অনুশীলন, ট্যুরে বাইরে থাকা—সব সামলে ঘরে শান্ত পরিবেশ তৈরি রেখেছেন তিনি।

মুশফিকের ভাষায়, ‘আমি আসলেই একজন বোরিং পার্সন। প্রতিদিন একই রুটিনে অনুশীলন করি। সততাই আমার শক্তি। আমার জন্য সবচেয়ে বড় স্যাক্রিফাইস করেছে আমার ওয়াইফ। আমি অন্যদের তুলনায় অনেক বেশি অনুশীলন করি। ঘরে যদি এমন পরিবেশ না থাকত, এতদূর আসা সম্ভব হতো না।’

ক্যারিয়ার নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেও সামনে নিজের স্বপ্নের কথা জানালেন মুশফিক। বললেন, ‘নিজেকে নিয়ে আমি খুশি। দেশের জার্সিতে খেলা প্রত্যেকটি টেস্টই আমার জন্য গর্বের। আমি যখন থাকব না, তখন যেন এক–দুইজনকে প্রস্তুত করে রেখে যেতে পারি—এই চেষ্টা থাকবে।’

সংবাদ সম্মেলনের একপর্যায়ে স্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন মুশফিক। বললেন, ‘আমার দুইটা বাচ্চা। ছোট বাচ্চারা তো সারারাত ঘুমায় না। কিন্তু আমার কখনো নির্ঘুম রাত কাটেনি। কারণ রাত জেগে বাচ্চাদের দেখেছে সে। আমাকে যেন কোনো টেনশন না করতে হয়—সেটা নিশ্চিত করেছে। তাই আমি তার প্রতি সবসময় কৃতজ্ঞ।’

পরিশ্রম, শৃঙ্খলা আর পরিবার—এই তিনেই দাঁড়িয়ে আছে মুশফিকুর রহিমের ঐতিহ্যমণ্ডিত টেস্ট ক্যারিয়ার। নিজের সাফল্যের নেপথ্যের নায়ককে তাই ভুলছেন না তিনি এক মুহূর্তও।

এমআই