Advertisement
Us Bangla Airlines
ক্রিকেট ইতিহাসে এমন রেকর্ড আগে করতে পারেননি কেউ

ক্রিকেট ইতিহাসে এমন রেকর্ড আগে করতে পারেননি কেউ

খেলা ডেস্ক

২০ নভেম্বর ২০২৫, ২১:০০

ব্যাট হাতে যেন সোনালি সময় কাটাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক শাই হোপ। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেই তিনি লিখে দিলেন ক্রিকেট ইতিহাসের নতুন অধ্যায়। আইসিসির পূর্ণ সদস্য প্রতিটি দেশের বিপক্ষে সেঞ্চুরি করা বিশ্বের একমাত্র ব্যাটার এখন হোপ। তবে তার মহাকীর্তির রাতেই কিউইদের কাছে হার মানল ক্যারিবীয়রা।

নেপিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে ৬৯ বলে ১৩ চার ও ৪ ছক্কায় টইটম্বুর ইনিংস খেলে ১০৯ রান করেন হোপ। কিন্তু তার একার লড়াইয়ে উইন্ডিজ থামে ২৪৭ রানে। দলের আর কেউই বড় ইনিংস খেলতে না পারায় কনওয়ের ৯০ রানে ভর করে নিউজিল্যান্ড ৫ উইকেটে সিরিজ জয় নিশ্চিত করে এক ম্যাচ হাতে রেখেই।

হোপ ছাড়া বিশ্বের আর কোনো ক্রিকেটার সব ফরম্যাট মিলিয়ে আইসিসির সব পূর্ণ সদস্য দেশের বিপক্ষে সেঞ্চুরি তুলতে পারেননি। তিনি সেঞ্চুরি করেছেন—অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, জিম্বাবুয়ে, বাংলাদেশ, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে।

টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দুটি ও ভারতের বিপক্ষে একটি সেঞ্চুরি রয়েছে। ওয়ানডেতে ম্যাজিক ফিগার পূর্ণ করেছেন বাকি দলগুলোর বিপক্ষে, আর টি-টোয়েন্টিতে এ বছরই প্রথম তুলে নিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি। সব মিলিয়ে শাই হোপ সেঞ্চুরি করেছেন ১৩টি দেশের বিপক্ষে—এই সংখ্যাটিও বিশ্বরেকর্ড। 

এতদিন তিনি ছিলেন মাহেলা জয়াবর্ধনে ও ক্রিস গেইলের সঙ্গে ১২ দেশের বিপক্ষে সেঞ্চুরির যৌথ মালিক। এবার তাদের ছাড়িয়ে একলা শীর্ষে ক্যারিবীয় অধিনায়ক। তবে ৯ ক্রিকেটারের রয়েছে ১১টি দেশের বিপক্ষে সেঞ্চুরির কীর্তি। তারা হলেন শচীন টেন্ডুলকার, গ্যারি কার্স্টেন, রিকি পন্টিং, রাহুল দ্রাবিড়, সাঙ্গাকারা, হাশিম আমলা, শিখর ধাওয়ান, মার্টিন গাপটিল ও পল স্টার্লিং।

ওয়ানডেতেও রেকর্ডের মালিক হোপ। সর্বোচ্চ ১২টি দেশের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন তিনি—এ ক্ষেত্রেও তিনি একা শীর্ষে। ফরম্যাটটিতে তার সেঞ্চুরি এখন ১৯টি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরি করা শচীন টেন্ডুলকার সেঞ্চুরি পেয়েছেন ১১টি দেশের বিপক্ষে।

এমআই