অ্যাশেজেও আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের সৈকত
খেলা ডেস্ক
২০ নভেম্বর ২০২৫, ২১:৪৩
অ্যাশেজ মাঠে গড়ানোর আগেই জমে উঠেছে কথার লড়াই। তবে বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত থাকছে এই সিরিজে। ঐতিহাসিক এই আয়োজনে আলো ছড়াবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতও। এলিট প্যানেলের এই আম্পায়ার থাকছেন দ্বিতীয় টেস্টের অনফিল্ড আম্পায়ারের ভূমিকায়।
আগামী ৪ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হবে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট। এ ম্যাচে সৈকতের সঙ্গে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন আদ্রিয়ান হোল্ডস্টক। ভারতের নিতিন মেনন থাকবেন টিভি আম্পায়ার, চতুর্থ আম্পায়ার ফিল গিলেস্পি। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার রঞ্জন মদুগল।
এর আগে আগামীকাল শুরু হওয়া প্রথম টেস্টেও টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পাচ্ছেন সৈকত। নিতিন মেনন ও হোল্ডস্টক প্রথম টেস্টের অনফিল্ড আম্পায়ার। চতুর্থ আম্পায়ার অস্ট্রেলিয়ার শন ক্রেগ, আর ম্যাচ রেফারি থাকছেন মদুগলই। তবে সিরিজের বাকি তিন ম্যাচে আর কোনো ভূমিকায় দেখা যাবে না সৈকতকে।
১৭ ডিসেম্বর শুরু হবে তৃতীয় টেস্ট, যেখানে অনফিল্ড আম্পায়ার থাকবেন নিতিন মেনন ও আহসান রাজা। টিভি আম্পায়ার ক্রিস গ্যাফানি, চতুর্থ আম্পায়ার ক্রেগ। ২৬ ডিসেম্বরের চতুর্থ টেস্টে অনফিল্ড আম্পায়ার গ্যাফানি ও কুমার ধর্মসেনা; টিভি আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার গিলেস্পি।
শেষ ম্যাচ ৪ জানুয়ারি—অনফিল্ড আম্পায়ার থাকবেন গ্যাফানি ও রাজা, ধর্মসেনা টিভি আম্পায়ার, আর চতুর্থ আম্পায়ার স্যাম নোগাস্কি। অ্যাশেজের মতো মর্যাদাপূর্ণ সিরিজে আবারও দায়িত্ব পেয়ে সৈকত প্রমাণ করলেন, বিশ্বজুড়ে আম্পায়ারিংয়েও শক্ত অবস্থান তৈরি করে ফেলেছেন তিনি।
এমআই