Advertisement
Us Bangla Airlines
অ্যাশেজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে কাঠমিস্ত্রি!

অ্যাশেজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে কাঠমিস্ত্রি!

খেলা ডেস্ক

২০ নভেম্বর ২০২৫, ১৬:২৩

অ্যাশেজ সিরিজ—অস্ট্রেলিয়ার ও ইংল্যান্ডের মধ্যকার এই প্রতিদ্বন্দ্বিতা ক্রিকেট বিশ্বে বহুল আলোচিত বিষয়। ক্রিকেটে চর্চিত বিষয়ে কাঠমিস্ত্রির ভূমিকা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। তবে আসন্ন অ্যাশেজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে খেলবেন এক কাঠমিস্ত্রি। এই ম্যাচ দিয়েই অবশ্য আন্তর্জাতিক অঙ্গনে পা রাখবেন ব্রেন্ডান ডগেট নামের সেই কাঠমিস্ত্রি।

ব্রেন্ডান ডগেটের জীবন ভাগ হয়েছে দুই রঙে। এক অংশে কাঠমিস্ত্রির কাজে হাত পাকা করেন, অন্য অংশে মাঠে বল হাতে গতির ঝড় তোলেন। এবার সেই ডগেটই জায়গা করে নিলেন অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের স্কোয়াডে। পরে সেরা একাদশেও তার নাম ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ঘোষিত দলটিতে ডাগেটের সঙ্গে আছেন আরেক নতুন মুখ জ্যাক বেথ ওয়েদারাল্ড। তবে এই গল্পের কেন্দ্রবিন্দু পেশাদার ক্রিকেট যাত্রার পাশাপাশি কাঠমিস্ত্রির জীবন ছুঁয়ে দেখা এই পেসার।

অ্যাশেজের প্রথম টেস্টে চোটের কারণে দলে নেই অজি অধিনায়ক প্যাট কামিন্স ও পেসার জশ হ্যাজলউড। ফলে হ্যাজলউডের বিকল্প হিসেবেই ডাগেটের অভিষেক নিশ্চিত হয়েছে। ৩১ বছর বয়সী এই পেসার দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত ফর্মে আছেন। হ্যামস্ট্রিং চোট থেকে ফিরে এই মৌসুমেই ১৪.৬৯ গড়ে শিকার করেছেন ১৩ উইকেট।

রকহ্যাম্পটনে জন্ম নেওয়া ডাগেটের অনুপ্রেরণা আসে পরিবারের ভেতর থেকেই। তার বাবা পেশায় কাঠমিস্ত্রি। তাই ক্রিকেটে নাম করার আগেও ডাগেটের পরিচয় ছিল—কার্পেন্ট্রি কোর্সের ছাত্র। জাতীয় দলে ডাক পাওয়ার পরও তিনি মজা করে বলেছিলেন, ‘আমি তখনও নিজেকে কার্পেন্টারই ভাবতাম।’

কুইন্সল্যান্ডের হয়ে প্রথম শিল্ড মৌসুমেই ২৮ উইকেট নিয়েছেন ব্রেন্ডান ডগেট। বল হাতে দুর্দান্ত পারফর্মে দলকে শিরোপা জেতানোর পর নির্বাচকদের নজরে পড়েন এই পেসার। সেই প্রতিভাই এবার অ্যাশেজের মঞ্চে বড় পরীক্ষায় নামার সুযোগ পাচ্ছেন তিনি।

পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ: উসমান খাজা, জেক ওয়েদারাল্ড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোল্যান্ড, ব্রেন্ডান ডগেট

এমআই