Advertisement
Us Bangla Airlines
দুই বছর পিছিয়ে গেল বাংলাদেশ-ভারত সিরিজ

দুই বছর পিছিয়ে গেল বাংলাদেশ-ভারত সিরিজ

খেলা ডেস্ক

২০ নভেম্বর ২০২৫, ২১:৩৭

ডিসেম্বরের মাঝামাঝি তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী দলের। কিন্তু শেষ মুহূর্তে বাধা হয়ে দাঁড়াল ভারতীয় সরকারের অনুমোদন। ফলে স্থগিত হয়ে গেল পুরো সিরিজ। বিসিবিকে ইমেইলে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে বিসিসিআই।

তবে বাতিল নয়—সিরিজটি শুধু পিছিয়ে গেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দুই বছর পর অর্থাৎ ২০২৮ সালের ফেব্রুয়ারি বা মার্চে মাঠে গড়াতে পারে স্থগিত হওয়া এই সিরিজটি। কারণ ২০২৬ সালে বাংলাদেশ দলের ব্যস্ত সূচি, আর ২০২৭ সালে টাইট সিডিউল নিয়ে ব্যস্ত থাকবে ভারত। 

এফটিপি অনুযায়ী, ২০২৮ সালের শুরুতেই দুই দলেরই হাতে ফাঁকা সময় রয়েছে। আইসিসির এফটিপিতে ২০২৯ সাল পর্যন্ত সময় বরাদ্দ থাকায় সেই সময়ের মধ্যেই সিরিজটি আয়োজন করতে হবে। গত বছর পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল ভারতীয় নারী দল। 

এর আগে ২০২৩ সালেও মিরপুরে তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলেছিল দুই দল।

ভারতীয় গণমাধ্যমকে এক বিসিসিআই কর্মকর্তা জানিয়েছেন, ‘সিরিজটির জন্য এখনো সরকারি অনুমোদন মেলেনি।’ তাই বিকল্প আরেকটি সিরিজ আয়োজনের কথাও ভাবছে ভারত।

বাংলাদেশ–ভারত নারী ক্রিকেট ভক্তদের জন্য তাই অপেক্ষা আরও দীর্ঘ হলো—সরাসরি দুই বছর!

এমআই