Advertisement
Us Bangla Airlines
ভারতকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

ভারতকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

খেলা ডেস্ক

২১ নভেম্বর ২০২৫, ১৯:৩৭

একের পর এক ক্যাচ মিস আর হাস্যকর ভুলে নির্ধারিত ওভারের ম্যাচে নিশ্চিত জয়ের সুযোগ হাতছাড়া করেছিল বাংলাদেশ ‘এ’ দল। সুযোগ বুঝে শেষ ওভারের নাটকীয়তায় ম্যাচটি টাই করে নেয় ভারত ‘এ’। তবে সুপার ওভারে আর কোনোভাবেই ম্যাচ হাতছাড়া হতে দেননি পেসার রিপন মণ্ডল। 

প্রথম দুই ডেলিভারিতেই ইয়র্কার ছুঁড়ে জিতেশ শর্মা ও আশুতোষ শর্মাকে ফেরান তিনি, দুজনই উইকেট হারান পরপর দুই বলে। নিয়ম অনুযায়ী দুই উইকেট পড়ে যাওয়ায় ভারত আর বাকি চার বল খেলতে পারেনি। ফলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১ রান। 

তবুও সেখানে ছিল নাটকীয়তার ছোঁয়া—প্রথম বলেই ইয়াসির আলী ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন। এরপর ক্রিজে আসেন আকবর আলী, যাকে যদিও কিছুই করতে হয়নি। সুযশ শর্মার ওয়াইড বলেই নিশ্চিত হয় বাংলাদেশের জয় এবং ফাইনালের টিকিট।

এর আগে ব্যাটিংয়ে হাবিবুর রহমান সোহান ও এসএম মেহেরবের দাপটে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৪ রানের লড়াকু সংগ্রহ গড়ে বাংলাদেশ। হাবিবুর ৪৬ বলে ৫ ছক্কা ও ৩ চারে খেলেন ৬৫ রানের ইনিংস, আর মেহেরব ১৮ বলে ৬ ছক্কা ও ১ চারে অপরাজিত ৪৮ রানে দলকে ঝড়ো ফিনিশিং দেন। জিসান আলম ১৪ বলে ২৬ এবং ইয়াসির আলী ৯ বলে করেন ১৭ রান। 

রান তাড়ায় নেমে শুরুতেই বাংলাদেশকে দিশেহারা করে দেন ভারতের দুই ওপেনার। রিপন মণ্ডলের প্রথম ওভারেই বৈভব সূর্যবংশী ২ ছক্কা ও ১ চারে তুলে নেন ১৯ রান। পরের ওভারে এসএম মেহেরবের ওপর দু’টি ছক্কা হাঁকান মাত্র ১৪ বছর বয়সী এই ব্যাটার। তৃতীয় ওভারেও দুই ছক্কা আসে প্রিয়াষ্ণ আরিয়ার ব্যাটে। 

মাত্র তিন ওভারেই ভারত স্কোরবোর্ডে জমা করে ৪৯ রান। চতুর্থ ওভারে আব্দুল গাফফারের বলে সূর্যবংশীর (১৫ বলে ৪ ছক্কা ও ২ চারে ৩৮) উইকেট তুলে নেয় বাংলাদেশ। এরপর ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে টাইগাররা। সপ্তম ওভারে আবু হায়দার রনির বলে নামান ধীর ফিরেন ১২ বলে ৭ রানে। 

তবে একপ্রান্ত আগলে রেখে আরিয়ার দাপট অব্যাহত ছিল, দশম ওভারে রাকিবুল হাসান তাকে ফেরান ২৩ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৪ রানে। সেই পর্যন্ত ম্যাচ ছিল নিয়ন্ত্রণে, কিন্তু একের পর এক ক্যাচ মিসে বাংলাদেশ ভারতের রানের পথ সহজ করে দেয়। জীবন পেয়ে জিতেশ শর্মা ২৩ বলে ৩৩ রান করেন, নেহাল ওয়াধেরা অপরাজিত থাকেন ২৯ বলে ৩২ রানে। 

শেষ ওভারে ১৬ রানের প্রয়োজন থাকলেও বাংলাদেশের ভুলে ম্যাচটি টাই করতে সক্ষম হয় ভারত—যেখানে আকবর আলীর ভুল থ্রো ম্যাচটিকে সুপার ওভারে নিয়ে যায়। তবে নির্ধারণী ওভারে আর কোনো ভুলের সুযোগ রাখেননি রিপন মণ্ডল। অসাধারণ বোলিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি, আর সেই সাফল্যের কল্যাণেই ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ ‘এ’ দল।

আগামী ২৩ নভেম্বর ফাইনালে টাইগাররা মুখোমুখি হবে পাকিস্তান শাহিন্স–শ্রীলঙ্কা ‘এ’ সেমিফাইনালের বিজয়ীর।

এমআই