খেলা অবস্থায় যেভাবে ভূমিকম্প টের পেলেন ক্রিকেটাররা
খেলা ডেস্ক
২১ নভেম্বর ২০২৫, ২০:৩৭
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শান্ত সকালের ম্যাচ হঠাৎ থমকে যায় ভূমিকম্পে। তৃতীয় দিনের খেলা চলাকালীন গোটা দেশ যখন কম্পনে কেঁপে ওঠে, ঠিক তখনই মাঠে ফিল্ডিং করছিল বাংলাদেশ দল। খোলা জায়গায় থাকায় ক্রিকেটাররা শুরুতে কিছুই বুঝতে পারেননি। পরে প্রেসবক্সের দিক থেকে অদ্ভুত শব্দ শুনেই পরিস্থিতি আঁচ করতে পারেন তারা।
ঘটনাটি ঘটে আয়ারল্যান্ড ইনিংসের ৫৬তম ওভারে। মেহেদী হাসান মিরাজ তৃতীয় বল করার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় পুরো স্টেডিয়াম কেঁপে ওঠে। ক্রিকেটাররা খেলা থামিয়ে একে অন্যের দিকে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। ডাগআউট ও ড্রেসিংরুমেও বিস্ময় ছড়িয়ে পড়ে সাপোর্ট স্টাফদের মাঝে।
প্রায় তিন মিনিট বন্ধ থাকে খেলা। পরে সবাই কিছুটা ধাতস্থ হলে আবার মাঠে গড়ায় খেলা। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তাইজুল ইসলাম বলেন, ‘ভূমিকম্পের বিষয়টি প্রথমে বুঝিনি। পরে প্রেসবক্সের দিক থেকে একটা শব্দ আসছিল, তখনই শরীরেও কম্পন অনুভব করি। ওই মুহূর্তে আতঙ্ক তৈরি হয়েছিল।’
বাংলাদেশ মাঠে থাকলেও আয়ারল্যান্ডের বেশিরভাগ খেলোয়াড় ছিলেন ডাগআউট বা ড্রেসিংরুমে। দিনের শেষে আয়ারল্যান্ডের প্রধান কোচ হাইনরিখ মালান জানান, ভূমিকম্পের অভিজ্ঞতা তার কাছে নতুন নয়, তবে কখনোই তা স্বস্তিকর নয়।
ম্যাচ শেষে তিনি বলেন, ‘নিউজিল্যান্ডে থেকেছি, ভূমিকম্পের অভিজ্ঞতা আছে। এখানে সেই মুহূর্তেও ভাবছিলাম, কোথাও যেন বড় ক্ষতি না হয়।’ অপ্রত্যাশিত কাঁপুনির ধাক্কা সামলে শেষ পর্যন্ত খেলায় ফিরেছে দুই দল। তবে সকালের সেই উত্তেজনা দিনের পুরোটা সময় জুড়েই ছিল আলোচনায়।
এমআই