Advertisement
Us Bangla Airlines
আমিরাত সিরিজে বাড়ল ম্যাচ, তৃতীয় টি-টোয়েন্টি যেদিন

আমিরাত সিরিজে বাড়ল ম্যাচ, তৃতীয় টি-টোয়েন্টি যেদিন

খেলা ডেস্ক

১৯ মে ২০২৫, ১৩:২৪

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। নিজেদের স্বার্থে আরেকটি ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট খেলা দলকে পেয়ে সুযোগ হাতছাড়া করেনি আমিরাত। বাংলাদেশের বিপক্ষে মোট ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।

গত বুধবার দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাংলাদেশ দল। শনিবার আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে লিটনরা। তাতে ওপেনার পারভেজ হোসেন ইমনের অনবদ্য সেঞ্চুরিতে সিরিজের প্রথম ম্যাচ জিতে টাইগাররা। ম্যাচ শেষেই আমিরাতকে বাড়তি আরেকটি ম্যাচ খেলার প্রস্তাব বিসিবি।

রাতে মাঠে নামছে বাংলাদেশ, একাদশে আসছে পরিবর্তন

আজ (সোমবার) উভয় দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতায় সিরিজে আরেকটি ম্যাচ যুক্ত হওয়া চূড়ান্ত হয়েছে। আগামী ২১ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হবে। যদিও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা এবারই প্রথম দেখা গেছে।

আমিরাতের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলতে নিজেদের স্বার্থের ওপর নজর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কারণ,  এই সিরিজ শেষ করে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিবে লিটনের দল। পাক-ভারত সংঘাতে পাকিস্তান সফরের সূচি বদলে গেছে। ফলে ২১ মে আমিরাত ছাড়ার কথা থাকলেও আগামী ২৩ মে পাকিস্তান যাবে টাইগাররা।

পাকিস্তান সফরের বিষয়টি চূড়ান্ত না হলেও সম্ভাব্য সূচির খবর জানা গেছে। নতুন সূচির পরিকল্পনা অনুযায়ী- ২৭, ২৮ সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে।

এরপর বাকি তিনটি ম্যাচ হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন তারিখে। এই তিন ম্যাচের জন্য ভেন্যু হিসেবে থাকছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। সিরিজের সব ম্যাচই হবে বাংলাদেশের স্থানীয় সময় রাত নয়টায়। যদিও সীমান্তবর্তী গাদ্দাফি স্টেডিয়াম এড়িয়ে চলার জন্য বিসিবিকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ সরকার।

এমআই