Advertisement
Us Bangla Airlines
দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে বাংলাদেশের সিরিজ জয়

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে বাংলাদেশের সিরিজ জয়

খেলা ডেস্ক

১৬ মে ২০২৫, ১৭:৪২

সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩২২ রান করেও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ ইমার্জিং দল। তৃতীয় ম্যাচে অলিখিত ফাইনালে টাইগারদের সংগ্রহ ছিল মোটে ২২৫ রান। তাতে সিরিজ হারের শঙ্কা দেখা দিয়েছিল। তবে বোলারদের দারুণ শুরুতে স্বল্প পুঁজিতেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় বাংলাদেশ। তাতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে আকবর আলীর দল।

বল হাতে দক্ষিণ আফ্রিকাকে শুরুতেই চেপে ধরে বাংলাদেশ। এরপর মিডল ওভারে টানা উইকেট নিয়ে প্রোটিয়াদের ব্যাটিং স্তম্ভ অকেজো করে দেয় টাইগার স্পিনাররা। মাত্র ১০০ রানের আগে দক্ষিণ আফ্রিকার ৭ ব্যাটারকে আউট করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। কিন্তু সেখানে বাধ সাধে প্রোটিয়ার লোয়ার অর্ডার ব্যাটাররা। 

ওয়ানডেতে ৩২২ রান করেও জিততে পারেনি বাংলাদেশ

তবে বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের দুর্দান্ত বোলিংয়ে ১৮৯ রানে ৯ উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। এরপর আরিফুলের অনবদ্য থ্রোতে শেষ উইকেট হারায় তারা। ফলে সিরিজ নির্ধারণী এই ম্যাচে ৩৪ রানের জয়ে ২-১ ব্যবধানে শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশ দল।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে এদিন প্রথমে ব্যাট করতে নেমে বেশ ব্যর্থই ছিল বাংলাদেশ দল। মেইক শিফট ওপেনার হিসেবে শুরুতে ব্যাট করতে নামা চৌধুরি মোহাম্মদ রিজওয়ান কোনো রান না করেই প্যাভিলিয়নে ফিরেছেন। আরেক ওপেনার মাহফিজুল ইসলাম রবিন ফেরেন ২৬ রানে।

এরপর ১৯ রান করে দ্রুত বিদায় নেন রায়ান রাফসান, রান করতে ব্যর্থ আরিফুল ইসলামও। পরে আকবর আলি দলের হাল ধরার চেষ্টা করেন। তবে দলকে তিনি বেশি পথ দেখাতে পারেননি, ব্যক্তিগত ৩৮ রানে থাকা অবস্থায় পথ ধরেন প্যাভিলিয়নের। 

প্রিতম কুমার এদিনও রান করতে পারেননি, শেখ পারভেজ জীবনও হন ব্যর্থ। ১১৮ রানে ৮ হারিয়ে যখন ধুঁকছিল বাংলাদেশ দল তখন দলের হাল ধরেন  মাহফুজুর রহমান রাব্বি এবং রাকিবুল হাসান। দুইজন মিলেই খেলতে থাকেন বেশ সাবলীল ইনিংস। একসময় দুই জনের পার্টনারশিপও গড়ে তোলেন অর্ধশতকের।

পরে নিজেরাই এগিয়ে যাচ্ছিলেন ব্যক্তিগত অর্ধশতকের দিকেও। তবে ব্যক্তিগত ৪০ বলে ৪২ রান করে ফিরে যান রাকিবুল, ভেঙে যায় ৮৪ রানের জুটি। তবে অর্ধশতক তুলে নেন রাব্বি, এরপর ফিরে যান ৫৮ রানে। বাংলাদেশের ইনিংস থামে ২২৫ রানে।

স্বল্প পুঁজির ম্যাচে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের আটকে দেন টাইগার স্পিনাররা। মূলত রাকিবুলের ৪ উইকেট, রাব্বি-ওয়াসির জোড়া উইকেটে ভেঙে যায় আফ্রিকার ব্যাটিং লাইনআপ। দলটির হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন তায়ান ভ্যান বোরেন। তাতে ব্যবধান কমলেও জয়ের দেখা পায়নি প্রোটিয়ারা।

এমআই