
‘বোর্ড পরিচালকদের স্বার্থে বিপিএলের ব্র্যান্ডিং নষ্ট হয়েছে’
খেলা ডেস্ক
১৫ আগস্ট ২০২৫, ২০:০১
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পথচলা এক যুগের বেশি সময় পার করেছে। সময় বাড়লেও বিপিএলকে আন্তর্জাতিক মানের ব্র্যান্ডে পরিণত করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরিচালকদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়াতে বিপিএলের ব্র্যান্ডিং নষ্ট হয়েছে বলে মনে করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
তিনি বলেন, ‘পেশাদারিত্বের বড় অভাব ছিল। সবাই নিজের সুবিধা খুঁজেছে। মানুষের মাঝে বাজে চিন্তা ছিল। কীভাবে সিস্টেমটা বানাবো, যেন মালিকরা লাভবান হয়। স্পন্সরদের দিকে নজর ছিল, যেন বড় বড় স্পন্সর পায়। আমি মনে করি, এটার ভালো একটা ভবিষ্যৎ ছিল। তবে এটার ব্র্যান্ডিংটা নষ্ট করে ফেলেছে।’
১২তম আসর সামনে থাকলেও বিপিএলের পথচলা শুরু হয়েছিল প্রায় ১৪ বছর আগে। সময়ের সঙ্গে সঙ্গে ক্রিকেটারদের মান কিছুটা বেড়েছে বটে, কিন্তু বিপিএলের পেশাদারিত্ব ও সম্মানজনক ব্র্যান্ড ইমেজ গড়ে উঠেনি। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাসম্পন্ন আসরটি এখনও নেতিবাচক খবরে শিরোনাম হয়।
বিপিএলের সবশেষ আসরে সবচেয়ে বেশি সমালোচনার জন্ম দিয়েছে চিটাগং কিংস। কিন্তু দলটির মালিক এক সংবাদ সম্মেলনে বিসিবিকে বিপিএলের দুর্দশার জন্য দায়ী করেছেন। যদিও খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ ও বিতর্কিত মন্তব্যের অভিযোগ রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে। ফলে চিটাগং কিংসের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে বিসিবি।
পাইলট মনে করেন, ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ের ক্ষেত্রে আরও কঠোর যাচাই-বাছাই করা জরুরি। চিটাগং কিংস প্রসঙ্গে বলেন, ‘(তাদের সঙ্গে) সম্পর্ক ছিন্ন করলেন ঠিক আছে, কিন্তু এর মাধ্যমে তো কোনো ভ্যালু তৈরি হয়নি। বরং আপনি ব্র্যান্ডের ক্ষতি করেছেন। প্রতিবছর নতুন নতুন দল এনে আসরটা আরও দুর্বল করে দিচ্ছেন।’
এমআই