
৯৮ দিনের মধ্যেই ফের দুঃসংবাদ পেল বাংলাদেশ!
খেলা ডেস্ক
১১ আগস্ট ২০২৫, ১৩:৫৪
ওয়ানডে ফরম্যাটে বিশ্ব ক্রিকেটে বড় নাম ছিল বাংলাদেশ। ঘরের মাটিতে টাইগারদের ওয়ানডেতে হারানো ছিল অসাধ্য ব্যাপার। কিন্তু গেল দুই বছরে ওয়ানডেতে শোচনীয় অবস্থা পার করেছে শান্ত-মিরাজরা। ফলে গত ৫ মে ওয়ানডে র্যাঙ্কিংয়ে দশে নেমেছিল বাংলাদেশ। ৯৮ দিনের মাথায় দ্বিতীয়বার র্যাঙ্কিংয়ে দশে নেমেছে টাইগাররা।
১৯ বছর পর মে মাসে প্রথমবার ওয়ানডে র্যাঙ্কিংয়ে দশে নেমেছিল মেহেদী মিরাজের দল। গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে এক জয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছিল বাংলাদেশ। টাইগারদের জয়ে র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার অবনতি ও পাকিস্তানের উন্নতি হয়েছিল। এবার পাকিস্তানের কারণে আবারও র্যাঙ্কিংয়ে পিছিয়েছে লাল-সবুজের দল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টাতে হেরেছে পাকিস্তান। ত্রিনিদাদে আজ সোমবার ডিএল মেথডে সালমান আঘা-হাসান আলীদের ৫ উইকেটে হারিয়েছে শাই হোপের দল। ২০১৯ সালের পর এই প্রথম পাকিস্তানের বিপক্ষে জিতল ক্যারিবীয়রা। এর মধ্য দিয়ে এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছে ক্যারিবীয়রা।
ওয়েস্ট ইন্ডিজের উন্নতিতে ফের এক ধাপ পিছিয়েছে মেহেদী মিরাজের দল। পাকিস্তান-উইন্ডিজ সিরিজ শুরুর আগে বাংলাদেশ ও ক্যারিবিয়ানদের রেটিং পয়েন্ট ছিল ৭৭, তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়েছিলেন মিরাজরা। পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ জিতেই ক্যারিবিয়ানদের পয়েন্ট এখন ৭৮। তাতেই পিছিয়েছে লাল-সবুজের দল।
এদিকে পরাজয় হজম করায় পাকিস্তানও এক ধাপ পিছিয়ে পাঁচে নেমেছে। তবে রিজওয়ানের দলের অবনতি হওয়ায় ম্যাচ না খেলেই এক ধাপ এগিয়েছে শ্রীলঙ্কা। আইসিসির দলীয় ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ তিনে যথারীতি অবস্থান করছে ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।
এমআই