
নতুন মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় তানজিদ-হৃদয়
খেলা ডেস্ক
০১ জুলাই ২০২৫, ২০:২৪
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামীকাল বিকাল তিনটায় কলম্বোতে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক ঘোষণা করে ইতোমধ্যে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলটিতে ওপেনার হিসেবে থাকছেন ওপেনার তানজিদ হাসান তামিম। জাতীয় দলের জার্সিতে বেশ প্রত্যাশা নিয়ে অভিষেক হলেও এখনও ধারাবাহিকতা অর্জন করতে পারেননি। ইতোমধ্যে ২২টি ওয়ানডে ম্যাচ খেলা তামিম ২১ গড়ে ৪৬২ রান করেছেন। শ্রীলঙ্কা সিরিজে আর ৩৮ রান করলেই ওয়ানডেতে ৫০০ রানের তালিকায় নাম লেখাবেন তিনি।
বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে এখন পর্যন্ত ৩৬ জন ক্রিকেটার ৫০০ বা তার বেশি রান করেছেন। মাত্র ৩৮ রান করলেই এই তালিকায় যুক্ত হবেন তানজিদ হাসান তামিম।
ওয়ানডে ক্রিকেটে মাত্র ১৪ ইনিংসেই ৫০০ রান পূর্ণ করেছিলেন তাওহীদ হৃদয়। তবে সাম্প্রতিক সময়ে ফর্মে কিছুটা ভাটা পড়েছে তার। ইতোমধ্যে ৩১ ইনিংস ব্যাট করেও হাজার রান ছুঁতে পারেননি এই মিডল অর্ডার ব্যাটার। ওয়ানডেতে হাজার রান করতে আরও ১৬ রান করতে হবে হৃদয়কে।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৬ রান করতে পারলেই হাজারি ক্লাবে নাম লেখাবেন হৃদয়। বাংলাদেশের ২৫তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে এক হাজার রান করবেন তিনি। এই সিরিজেই শান্তর সামনে মিরাজকে পেছনে ফেলার সুযোগ রয়েছে। ওয়ানডেতে শান্ত ১৫৬৫ এবং মিরাজ ১৬১৭ রান নিয়ে তালিকার ১৪, ১৫ স্থানে অবস্থান করছেন।
এমআই