
তবে কি শান্তই বাংলাদেশের সেরা অধিনায়ক, পরিসংখ্যান যা বলছে
খেলা ডেস্ক
২৮ জুন ২০২৫, ১৭:৫৯
দুই দিন আগেই টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বছর পূর্তি উদযাপন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৫ বছরের টেস্ট ক্যারিয়ারে বাংলাদেশ এখনো ২৫টি ম্যাচও জিততে পারেনি। ইতোমধ্যে ১৫৫টি টেস্ট ম্যাচ খেলে মাত্র ২৩টি জয় পেয়েছে টাইগাররা। ১৪ অধিনায়কের হাত ধরে এসেছে এই ২৩টি জয়।
১৪ ক্যাপ্টেন চারজন আবার অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেছেন। পূর্ণ মেয়াদে অধিনায়ক ছিলেন মাত্র দশ ক্রিকেটার। তবে বাংলাদেশের হয়ে অন্তত ১০টি টেস্ট ম্যাচ নেতৃত্ব দিয়েছেন এমন ক্রিকেটার মাত্র সাতজন। যে তালিকার সবশেষ নাম নাজমুল হোসেন শান্ত।
গেল বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের তিন ফরম্যাটের নেতৃত্ব পেয়েছিলেন শান্ত। কিন্তু ব্যাটিংয়ে মনোযোগ বাড়াতে চলতি বছরের শুরুতে টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়েছেন তিনি। শ্রীলঙ্কা সফরের আগে শান্ত থেকে আচমকা ওয়ানডের অধিনায়কত্ব কেড়ে নেয় বিসিবি। সেই অভিমানে লঙ্কা সফরেই টেস্টের নেতৃত্ব ছাড়েন এই ক্রিকেটার।
সবমিলিয়ে বাংলাদেশের ১৪তম টেস্ট কাপ্তান শান্ত ১৪টি টেস্টে নেতৃত্ব দিয়ে তার অধ্যায় শেষ করেছেন। অধিনায়ক হিসেবে প্রথম টেস্টেই ঐতিহাসিক জয় পেয়েছেন এই ক্রিকেটার। তার নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের গৌরব অর্জন করে বাংলাদেশ।
গত বছরের আগস্টে পাকিস্তানের মাঠে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ১০ উইকেট জেতে টাইগাররা। যেটি স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট জয়। সেপ্টেম্বরে একই মাঠে দ্বিতীয় টেস্ট জয় পায় ৬ উইকেটে। ফলে পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্টে হোয়াইটওয়াশ করে লাল-সবুজের প্রতিনিধিরা।
সবমিলিয়ে শান্তর ১৪ টেস্ট অধিনায়কত্বে ৪ টেস্ট জয়, ৯ টেস্টে হার ও একটি ড্র করেছে বাংলাদেশ। যেখানে জয়ের হার ২৮.৫৭ শতাংশ। বাংলাদেশের হয়ে অন্তত ১০ টেস্টে অধিনায়কত্ব করেছেন, এমন ক্রিকেটারদের মধ্যে শান্তের নেতৃত্বেই সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে টাইগাররা।
শান্তের পরেই এ তালিকায় আছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের নেতৃত্বে ১৯ টেস্টে ৪ জয়, ১৫ হার দেখেছে বাংলাদেশ। যেখানে জয়ের হার ২১.০৫ শতাংশ। বাংলাদেশকে এ পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর রহিম। তার নেতৃত্বে ৩৪ টেস্টে সর্বোচ্চ ৭ জয় পেলেও সেখানে জয়ের হার ২০.৫৮ শতাংশ।
একনজরে বাংলাদেশের টেস্ট অধিনায়কদের পরিসংখ্যান
অধিনায়ক | ম্যাচ | জয় | হার | ড্র | জয়ের হার |
---|---|---|---|---|---|
নাজমুল হোসেন শান্ত | ১৪ | ৪ | ৯ | ১ | ২৮.৫৭% |
সাকিব আল হাসান | ১৯ | ৪ | ১৫ | ০ | ২১.০৫% |
মুশফিকুর রহিম | ৩৪ | ৭ | ১৮ | ৯ | ২০.৫৮% |
মুমিনুল হক | ১৭ | ৩ | ১২ | ২ | ১৭.৬৪% |
হাবিবুল বাশার | ১৮ | ১ | ১৩ | ৪ | ৫.৫৫% |
মোহাম্মদ আশরাফুল | ১৩ | ০ | ১২ | ১ | জয় নেই |
খালেদ মাসুদ | ১২ | ০ | ১২ | ০ | জয় নেই |
এমআই