
দ্বিতীয় টেস্টের পিচ কেমন হবে, জানালেন লঙ্কান অধিনায়ক
খেলা ডেস্ক
২৪ জুন ২০২৫, ১৮:৫৯
কলম্বোতে অনুশীলনে নেমেই পিচের অবস্থা বুঝতে বেশ সময় ব্যয় করেছিল বাংলাদেশ। সহকারী সিনিয়র কোচ সালাহউদ্দিন পিচকে নিবিড় চোখে পর্যবেক্ষণ করেছেন। উইকেটের মাটি ছুঁয়ে পিচকে পড়ার চেষ্টা করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন প্রধান কোচ ফিল সিমন্স।
বাংলাদেশের উইকেট বোঝার এত প্রচেষ্টার মাঝে নতুন সংবাদ দিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। উইকেট কেমন হবে, ম্যাচের আগে করা সংবাদ সম্মেলনে তা সরাসরি জানিয়ে গিয়েছেন তিনি। পাশাপাশি এই উইকেট নিয়ে তাদের সতর্কতার জায়গাও পরিষ্কার করেছেন এই ক্রিকেটার।
কলোম্বো টেস্টের উইকেট নিয়ে ধনঞ্জয়া বলেন, ‘মিডিয়ায় এমনটা আগেও বলেছি, এটা হবে একটি ফ্ল্যাট উইকেট। সাধারণত এমন উইকেটেই খেলা হয়, কারণ শেষ দুই দিনে বল একটু টার্ন করে। আমি মনে করি একটু স্পিন থাকবে, হয়তো শেষ দিকে এসে সেটা আরও দেখা যাবে। তাই এটার জন্য প্রস্তুতি নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমি এখন যেমন বলছি, এখানে প্রথম ইনিংসে রান করাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রথম ইনিংসে বড় রান করতে পারেন, তাহলে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করা যাবে এবং ২০ উইকেট নিয়ে টেস্ট ম্যাচ জেতা সম্ভব হবে।’
শ্রীলঙ্কার এসএসসিতে এখন পর্যন্ত যে ৪৫ টেস্ট হয়েছে, তাতে স্পিনারদের দাপটই বেশি দেখা গেছে। সর্বোচ্চ উইকেট প্রথম ১০ বোলারের মধ্যে সাতজনই স্পিনার। বর্তমানে খেলা বোলারদের মধ্যে একমাত্র কেশব মহারাজই আছেন সেরা দশে। এই মাঠে এক টেস্ট খেলে ১২ উইকেট নিয়েছেন তিনি।
এসএসসি টেস্টের একাদশে তিন স্পিনার নাঈম হাসান, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজকে একত্রে খেলাতে পারে বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশের প্রধান কোচ বলেছিলেন, ‘উইকেট যেমনই হোক, প্রথমে মানিয়ে নিতে হয়। গল টেস্টে নাঈম ভালো করেছে। তাকে একাদশ থেকে বাদ দেওয়া কঠিন।’
এদিকে বাংলাদেশের একাদশে মিরাজ ফেরায় বেশ রোমাঞ্চিত লঙ্কান অধিনায়ক। ধনাঞ্জয়া বলেন, ‘মিরাজ আমাদের বিপক্ষে বাংলাদেশের মাটিতে নিজেদের হোম কন্ডিশনে দারুণ খেলছে। তবে তাকে খুব বড় হুমকি হিসেবে দেখছি না। যদিও সে থাকলে লড়াইটা ভালো হবে।’
এমআই