Advertisement
Us Bangla Airlines
একদিন আগেই একাদশ প্রকাশ, লর্ডসের মহারণে আছেন যারা

একদিন আগেই একাদশ প্রকাশ, লর্ডসের মহারণে আছেন যারা

খেলা ডেস্ক

১০ জুন ২০২৫, ২২:৩৪

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে আগামীকাল দুই দলের শিরোপা জয়ের লড়াই শুরু হবে। তবে ম্যাচের একদিন আগে নিজেদের একাদশ ঘোষণা করেছে উভয় দল। অস্ট্রেলিয়ার একাদশে দেখা মিলেছে একাধিক চমকও।

বোর্ডার-গাভাস্কার টেস্টে ভারতের নাভিশ্বাস তোলা স্কট বোল্যান্ডের একাদশে জায়গা হয়নি। রোহিতদের বিপক্ষে সেই সিরিজে ২১ উইকেট নিয়েছিলেন এ পেসার। তাঁর জায়গায় ফিরেছেন জশ হ্যাজলউড। বাদ গড়েছেন তরুণ ব্যাটার সাম কনস্টাসও। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন মার্নাস লাবুশানে।

১৬ মাস পর টেস্ট দলে ফিরেছেন ক্যামেরন গ্রিন। বাদ পড়েছেন মিচেল মার্শও। পেস বোলিং অলরাউন্ডার বো ওয়েবস্টার পেয়েছেন সুযোগ। দলে একমাত্র স্পিনার হিসেবে আছেন নাথান লায়ন। ওপেনিংয়ে উসমান খাজার সঙ্গী হচ্ছেন মিডলঅর্ডার ব্যাটার মার্নাস লাবুশেন।

ফাইনালে শক্তিশালী দল গড়তে পেরেছে দক্ষিণ আফ্রিকা। টপ অর্ডারে রায়ান রিকেলটন, ২০২৩-২৫ চক্রে সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটার। তাঁর সঙ্গে আছেন অধিনায়ক টেম্বা বাভুমা, যিনি রান তালিকায় খুব একটা পিছিয়ে নন। এইডেন মার্করাম, কাইল ভেরেইনে, ট্রিস্টান স্টাবস আছেন মিডল অর্ডারে। 

অজিদের মতো এই দলেও এক স্পিনার, থাকছেন কেশব মহারাজ। আর পেস বোলিং আক্রমণের ভার বহন করবেন মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি।

অস্ট্রেলিয়ার একাদশ: উসমান খাজা, মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, বো ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজলউড।

দক্ষিণ আফ্রিকার একাদশ: এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, উইয়ান মুলডার, টেম্বা বাভুমা (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, কাইল ভেরেইনে (উইকেটকিপার), মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি।

এমআই