
দুঃসংবাদ পেলেন বাংলাদেশকে ধসিয়ে দেওয়া হাসান আলী
খেলা ডেস্ক
২৯ মে ২০২৫, ১৫:০৯
পারভেজ ইমনের উইকেটটা দুই বল আগেই পেতে পারতেন হাসান আলী। হারিস রউফ ডাইভ দিয়েও ক্রিকেটের ব্যাকরণ মেনে ক্যাচটা নিতে পারেননি। দুই বল পরেই সেই হারিস রউফকে যেন ক্যাচ অনুশীলন করালেন টাইগার ওপেনার ইমন। মিড অনে দাঁড়িয়ে থাকা রউফের হাতে বল তুলে বিদায় নিয়েছেন তিনি।
নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পেয়েছেন হাসান আলী। এরপর যতবারই বোলিংয়ে এসেছেন, প্রতিবারই বাংলাদেশি ব্যাটারকে আউট করেছেন এই ব্যাটার। চতুর্থ ওভারে তানজিদ তামিম, ১৮তম ওভারে জাকের-সাকিব এবং ২০তম ওভারে শরীফুলের উইকেট নিয়েছেন তিনি।
টি-টোয়েন্টিতে পাকিস্তানের প্রথম বোলার হিসেবে বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেট শিকার করেছেন হাসান আলী। তবে বাংলাদেশকে ধসিয়ে দেওয়ার দিনে দুঃসংবাদ পেয়েছেন এই ফাস্ট বোলার। রাস্তায় ছিনতাইয়ের শিকার হয়েছেন হাসান আলীর মা। বিষয়টি নিশ্চিত করেছেন হাসান আলীর ভাই খুররম আলী।
খুররম জানান, তাদের মা বাজারে যাওয়ার পথে দুইজন মোটরসাইকেল আরোহী তাঁর পার্স ছিনিয়ে নেয়। পার্সে নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ কিছু সামগ্রী ছিল বলে জানা গেছে।
ছিনতাইয়ের পরপরই গুজরানওয়ালা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের ধরতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে এবং খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে বলে আশা করা হচ্ছে।
চলতি মাসের শুরুতে গুজরানওয়ালা পুলিশ জানিয়েছিল, শহরটিতে সংঘবদ্ধ অপরাধ চক্রগুলোর বিরুদ্ধে কঠোর অভিযানের ফলে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।
পাঞ্জাব সেফ সিটিজ অথরিটির তথ্য বলছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দোকান ডাকাতির ঘটনা ৪৭ শতাংশ কমেছে। সেইসঙ্গে দোকানে সশস্ত্র হামলা, বাড়িতে চুরি, দোকান চুরি এবং গাড়ি চুরির মতো অপরাধও অনেকাংশে হ্রাস পেয়েছে। কিন্তু হাসান আলীর মায়ের এই ঘটনা প্রমাণ করে এমন অপরাধের বিপরীতে পাকিস্তানের অভিযান আরও জোরালো করা প্রয়োজন।
এমআই