Advertisement
Us Bangla Airlines
চাপের মুখে বিরাট-রোহিতের অবসর, যা বললে গম্ভীর

চাপের মুখে বিরাট-রোহিতের অবসর, যা বললে গম্ভীর

খেলা ডেস্ক

২৩ মে ২০২৫, ১৯:২০

সাদা পোশাকে দুই সিরিজে রান পাচ্ছিলেন না বিরাট কোহলি ও রোহিত শর্মা। গেল ডিসেম্বরে বোর্ডার-গাভাস্কার সিরিজে ব্যাট হাতে উভয় ক্রিকেটারই ছিলেন ডাহা ব্যর্থ। এরপর রোহিত-কোহলির মতো তারকাকে ঘরোয়া লিগে খেলতে পাঠান গৌতম গম্ভীর। প্রায় এক দশক পর ঘরোয়া লিগে খেলতে নেমে আশার আলো পায়নি এই দুই তারকা।

এরপর সাদা বলের ইংল্যান্ড সিরিজ এবং চ্যাম্পিয়নস ট্রফিতে এই দুই তারকা রানে ফিরলেও মন গলেনি গম্ভীরের। দলের সঙ্গে কাজ করার স্বাধীনতা চেয়ে দুই সিনিয়রের বিদায় চেয়েছেন তিনি। চাপের মুখেই রোহিত-কোহলি টেস্ট থেকে অবসর নিয়েছেন বলে জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম।

অবসরের ঘোষণা দিলেন বিরাট কোহলি

রোহিতদের ওপর চাপ দেওয়া ‘নাটের গুরু’ হিসেবে নাম এসেছিল গৌতম গম্ভীরের। তবে এই দায় নিতে নারাজ ভারতের প্রধান কোচ। তাঁর স্পষ্ট দাবি, বিরাট, রোহিতকে অবসর নিতে বাধ্য করা হয়নি। এটা তাঁদের নিজেদের সিদ্ধান্ত। 

গম্ভীর বলেছেন, ‘কে কখন খেলা শুরু করবে, কখন শেষ করবে, তার নিজের সিদ্ধান্ত। কোচ, নির্বাচক বা অন্য কারও এই অধিকার নেই যে, কোনও ক্রিকেটারকে বলা, সে কখন অবসর নেবে। এটা ভিতর থেকে আসে। এটাও সত্যি যে, আমাদের দুই অভিজ্ঞ, সিনিয়র প্লেয়ারকে বাদ দিয়েই খেলতে হবে।’

রোহিতের সরে দাঁড়ানোতে ভারতের অধিনায়কের পদটি খালি হয়েছে। সাদা পোশাকে ভারতের পরবর্তী নেতৃত্ব কার হাতে ওঠছে, তা নিয়ে রয়েছে নানান গুঞ্জন। সহ-অধিনায়ক হিসেবে জাসপ্রিত বুমরার হাতে এ দায়িত্ব ওঠার কথা থাকলেও ইনজুরিপ্রবণ এই ক্রিকেটারকে এড়িয়ে যেতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 

অবসরের ঘোষণা দিলেন বিরাট কোহলি

এক্ষেত্রে শুভমন গিলের হাতে ওঠতে পারে পরবর্তী নেতৃত্বের দায়িত্ব। অধিনায়কত্ব নিয়ে গম্ভীর বলেন, ‘এটা আমারও মনে হচ্ছে, নতুনদের কাছে এটা একটা বড় সুযোগ সামনে এগিয়ে এসে বলা, আমি দায়িত্ব নিতে তৈরি। সন্দেহ নেই যে, এটা কঠিন দায়িত্ব। কিন্তু এটা সামলানোর সুযোগ পাবে নতুনরা।’

এমআই