
কোহলিকে শুভেচ্ছায় ‘কপি-পেস্ট’ বিতর্কে আনুশকা!
খেলা ডেস্ক
১৪ মে ২০২৫, ২০:২৫
টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মার অবসরের পরেই কোহলিকে নিয়ে গুঞ্জন ওঠেছিল। গত সোমবার বিরাট কোহলি সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলেছেন। আচমকা দুই তারকা ক্রিকেটারের সরে যাওয়া ভারতীয় ক্রিকেটে নিঃসন্দেহে বড় ধাক্কা ছিল। কোহলির অবসরের ঘোষণায় বিশ্ব জুড়ে প্রতিক্রিয়া দেখা গিয়েছে।
ক্রিকেটের বড় বড় তারকা থেকে শুরু করে সাবেক-বর্তমান সবাই কোহলিকে শুভেচ্ছায় সিক্ত করেছেন। এমনকি ক্রিকেটের বাইরেও অন্যান্য ক্রীড়া জগতের বড় তারকারাও কোহলির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে তারকা ক্রিকেটারের অবসরের দুই দিন পর শুভেচ্ছা জানিয়েছেন তার স্ত্রী আনুশকা শর্মা।
ভারতের এই তারকা অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেন, ‘টেস্ট ক্রিকেটে কেবল তারাই সফল হয়েছেন, যাঁদের বলার মতো গল্প ছিল। গল্পটি এতটা দীর্ঘ যে, ভেজা, শুকনো, দেশি, বিদেশি, প্রতিটি পিচে লেখার পরেও এটি কখনও শেষ হয় না।’
আনুশকা শর্মার শেয়ার করা এই লেখাটি নিয়েই ওঠেছে বিতর্কের ঢেউ। স্বামীকে শুভেচ্ছা জানাতে অন্যের লেখা কপি করেছেন বিরাটের স্ত্রী। জানা গেছে, বিরাট কোহলিকে শুভেচ্ছা জানাতে সামাজিক মাধ্যমে একটি লেখা শেয়ার করেছিলেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান বরুণ গ্রোভার। সেখান থেকে কিছু অংশ নিয়েই কোহলিকে শুভেচ্ছা জানিয়েছেন আনুশকা শর্মা।
কোহলির অবসর নিয়ে বরুণ গ্রোভার লিখেছিলেন, ‘টেস্ট ক্রিকেট অন্যান্য খেলার থেকে আলাদা, কারণ এটি একটি বর্ণনামূলক খেলা। কত পরিবর্তনশীল- চারটি ইনিংস, পাঁচ দিন, বাইশ বিশেষজ্ঞ, প্রতিদিন আবহাওয়ার পরিবর্তন, কখনও কখনও দিনে তিন বার, বাতাসে আর্দ্রতা, মাঠের স্বাস্থ্য, মুদ্রায় লেখা ভাগ্য এবং প্রতি মুহূর্তে মানসিক সম্ভাবনার পরিবর্তন।’
তিনি আরও লিখেছেন যে, ‘প্রতিটি খেলা জীবনের একটি সমার্থক শব্দ। কিন্তু টেস্ট ক্রিকেট একটা উপন্যাসের মতো। এই উপন্যাসের শেষ দশকের সবচেয়ে বড় চরিত্র বিরাট কোহলি। তিনি কেবল এই উপন্যাসের সমস্ত সারাংশই জীবিত করেননি বরং এটিকে আরও সমৃদ্ধ করেছেন।’
এই কমেডিয়ান আরও লিখেন, ‘কোহলি দল এবং ভারতকে কী দিয়েছেন, তা নিয়ে অনেক কিছু লেখা হয়েছে। কিন্তু টেস্ট ক্রিকেটের ফর্ম্যাটে তিনি যা দিয়েছেন, তা খুব কম মানুষই দিতে পারেন। একজন সংবেদনশীল বীর, যিনি পরাজয় এবং জয় উভয় ক্ষেত্রেই সুন্দর দেখান।’
বরুণ গ্রোভারের লেখার কিছু অংশ পরিমার্জিত করে শেয়ার করেছিলেন আনুশকা। তবে সেটা নেটিজেনদের চোখ এড়ায়নি। তা নিয়েই সামাজিক মাধ্যমে চলছে আনুশকার ‘কপি-পেস্ট’ বিতর্ক।
এমআই