Advertisement
Us Bangla Airlines
কোহলি-আনুশকাদের একত্রে থাকায় কড়া বিধিনিষেধ!

কোহলি-আনুশকাদের একত্রে থাকায় কড়া বিধিনিষেধ!

খেলা ডেস্ক

১৫ জানুয়ারি ২০২৫, ১৬:৪৯

ক্রীড়াঙ্গনে অ্যাথলেটদের বিদেশ সফরে পরিবারকে প্রায়ই সাথে দেখা যায়। তবে পরিবারের লোকজনদের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ রেখে ২০১৯ কোপা আমেরিকা জিতেছে ব্রাজিল ফুটবল দল। ২০১২ অলিম্পিকে অস্ট্রেলিয়ার সাঁতারুদেরও একই ভাগ্য হয়েছিল। বড় সাফল্য অর্জনের নিমিত্তে পরিবারের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করা হয়েছিল। একাকিত্ব ও হতাশার কথা বলে তখন এই নিয়মের সমালোচনা করেছিলেন সাঁতারুরা।

ক্রিকেটে এ নিয়মে কিছুটা শিথিলতা রয়েছে। দল ভেদে পরিবারের সাথে ক্রিকেটারদের থাকার সময় ভিন্ন হয়। কোভিড মহামারির সময় খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে এ নিয়মে আরও শিথিলতা দেখা যায়। এবার শিথিলতা থেকে আগের পথে হাঁটতে যাচ্ছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। কোহলি-আনুশকাদের একত্রে থাকায় কড়া বিধি-নিষেধ জারি করেছে দেশটির ক্রিকেট অভিভাবক সংস্থা।

নিয়ম অনুযায়ী, এখন থেকে ৪৫ দিন বা এর বেশি দীর্ঘ সফরের ক্ষেত্রে ক্রিকেটারদের সঙ্গে সঙ্গিনী ও সন্তানরা সর্বোচ্চ ১৪ দিন থাকতে পারবেন। এর মধ্যে প্রথম দুই সপ্তাহে একদমই থাকতে পারবেন না কেউ। তবে ৪৫ দিনের কম সফরে ক্রিকেটারদের সঙ্গে সর্বোচ্চ এক সপ্তাহ থাকতে পারবেন পরিবারের সদস্যরা।

এদিকে ক্রিকেটারদের অনুশীলনে যেতে নতুন শর্ত জুড়ে দিয়েছে বিসিসিআই। শর্ত মোতাবেক, খেলোয়াড়েরা এখন থেকে আর নিজস্ব ব্যবস্থাপনায় অনুশীলন কিংবা ম্যাচে যেতে পারবেন না। ফলে সব খেলোয়াড়কে অবশ্যই টিম বাসে ভ্রমণ করতে হবে। অনুশীলনও হবে সময় মেনে। যদিও কিছু ক্রিকেটার অনুশীলনে নিয়মিত সময় দিতেন না বলে অভিযোগ ওঠেছিল।

এতসব পরিবর্তনের মাঝে খেলোয়াড়দের পরিবারের থাকার খরচে পূর্বের নীতি অব্যাহত রাখছে বিসিসিআই। বিদেশি সফরে ক্রিকেটারদের সঙ্গী ও সন্তানদের থাকার খরচ দিলেও ভ্রমণ খরচ দেয় না দেশটির ক্রিকেট বোর্ড।

এমআই