Advertisement
Us Bangla Airlines
ছেলেদের বিপক্ষে খেলবে নারী দল, সূচি প্রকাশ

ছেলেদের বিপক্ষে খেলবে নারী দল, সূচি প্রকাশ

খেলা ডেস্ক

১৫ আগস্ট ২০২৫, ১৮:৪১

নারী ওয়ানডে বিশ্বকাপের আর ৫০ দিন বাকি। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ জাতীয় নারী দল। নারী ক্রিকেটাররা দুটি দলে ভাগ হয়ে তিন দলের এই সিরিজটিতে অংশ নেবে। বিশ্বকাপের আগে খেলোয়াড়দের প্রস্তুত রাখতেই এমন পথ বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

উইমেনস চ্যালেঞ্জ কাপ ওয়ানডে চ্যাম্পিয়নশিপ নামের এই টুর্নামেন্টের সূচিও ইতোমধ্যে ঘোষিত হয়েছে। রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে। প্রতিটি ম্যাচই হবে সাভারের বিকেএসপিতে। আগামী সোমবার (১৮ আগস্ট) থেকে সিরিজটি শুরু হবে। সবগুলো ম্যাচই বিকেএসপি-৩ মাঠে অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী ম্যাচে লড়াই করবে মহিলা রেড ও মহিলা গ্রিন দল। এরপর ২০ আগস্ট অনূর্ধ্ব-১৫ বালক দলের বিপক্ষে মহিলা রেড মুখোমুখি হবে। ২২ আগস্ট মহিলা গ্রিন দলও খেলবে বালক দলের বিপক্ষে। ম্যাচের তীব্রতা আরও বাড়বে ২৪ আগস্ট, যখন আবারও মাঠে নামবে মহিলা রেড ও অনূর্ধ্ব-১৫ বালক দল। 

বিশ্বকাপ শুরুর আগেই জ্যোতিদের ম্যাচ ভেন্যু নিয়ে অনিশ্চয়তা!

২৬ আগস্ট মহিলা গ্রিন দলের মুখোমুখি হবে ছেলেরা। ২৮ আগস্ট এই সিরিজের শেষ ম্যাচে আবারও মুখোমুখি হবে মহিলা রেড ও মহিলা গ্রিন দল। তবে প্রস্তুতিমূলক সিরিজ হওয়ায় এই টুর্নামেন্টে আলাদা করে শিরোপা নির্ধারণী ম্যাচ হবে না।

চলতি বছরের এপ্রিলে বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিতে পাকিস্তান গিয়েছিল বাংলাদেশ। সেটাই টাইগ্রেসদের শেষ আন্তর্জাতিক সিরিজ। এরপর গত ৪ মাস ধরে কোনো সিরিজ নেই বাংলাদেশ নারী দলের। বিসিবির পক্ষ থেকে সিরিজ আয়োজনের চেষ্টা করা হলেও নানা বাস্তবতায় তা সম্ভব হয়নি। ফলে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে খেলা আয়োজন করেছে বিসিবি।

নারী দলের প্রস্তুতি ম্যাচের সূচি

তারিখ ম্যাচ ভেন্যু
১৮ আগস্ট মহিলা রেড বনাম মহিলা গ্রিন বিকেএসপি-৩
২০ আগস্ট মহিলা রেড বনাম অনূর্ধ্ব-১৫ বালক বিকেএসপি-৩
২২ আগস্ট মহিলা গ্রিন বনাম অনূর্ধ্ব-১৫ বালক বিকেএসপি-৩
২৪ আগস্ট মহিলা রেড বনাম অনূর্ধ্ব-১৫ বালক বিকেএসপি-৩
২৬ আগস্ট মহিলা গ্রিন বনাম অনূর্ধ্ব-১৫ বালক বিকেএসপি-৩
২৮ আগস্ট মহিলা রেড বনাম মহিলা গ্রিন বিকেএসপি-৩

এমআই