
‘দোয়া করি এশিয়া কাপে ভারত পাকিস্তানের সঙ্গে না খেলুক’
খেলা ডেস্ক
১৪ আগস্ট ২০২৫, ১৫:০৭
পান থেকে চুন খসলেই সমালোচনা মেতে ওঠেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার। ওয়ানডে ফরম্যাটে পাকিস্তানের সাম্প্রতিক ফর্ম নিয়ে রীতিমতো সমালোচনার মিছিল চলছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৪ বছর পর সিরিজ হারায় বাবর-রিজওয়ানদের ধুয়ে দিচ্ছেন শোয়েব আকতাররা। যে তালিকায় যোগ দিয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী।
নিজের ইউটিউব চ্যানেলে ‘দ্য গেম প্ল্যান’ এ প্রকাশ করা এক ভিডিওতে পাকিস্তানি ক্রিকেটারের সমালোচনা করে তিনি বলেন, ‘আমি দোয়া করি ভারত পাকিস্তানের সঙ্গে না খেলুক, যেমনটা তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে করেছিল। এত বড় ধাক্কা দেবে যে আপনার কল্পনাতেও আসবে না।’
ভারত-পাকিস্তান দ্বন্দ্বের জন্য অবশ্য এ কথা বলেননি বাসিত আলী। বরং পাকিস্তানের সাম্প্রতিক বাজে ফর্ম নিয়েই কঠোর সমালোচনা করছেন সাবেক এই ক্রিকেটার।
চলতি সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৪ বছর পর সিরিজ হেরেছে পাকিস্তান। সিরিজের শেষ ম্যাচে ২৯৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ৯২ রানে অলআউট হয় মোহাম্মদ রিজওয়ানের দল। প্রায় ২০ বছর ১০০ রানের আগে অলআউট পাকিস্তানকে লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছে।
বাবর-রিজওয়ানদের ব্যর্থতায় পুরো পাকিস্তানে সমালোচনার ঝড় বইছে। ফলে ভারতের কাছে এমন হার দেখার আগে ম্যাচ পরিত্যক্তের সুযোগ চেয়েছেন বাসিত আলী। ইউটিউব চ্যানেলে তিনি আরও বলেন, ‘আফগানিস্তানের কাছে হেরে গেলে দেশে খুব বেশি মানুষ কেয়ার করবে না। কিন্তু ভারতের কাছে হেরে গেলে সবাই পাগল হয়ে যায়।’
ওয়ানডে ফরম্যাটে যাচ্ছেতাই পারফরম্যান্স করলেও টি-টোয়েন্টিতে একেবারে খারাপ করছে না পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতেই ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছিল সালমান আলীর দল। এমনকি নিজেদের মাটিতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল পাকিস্তান।
এমআই