
ফারুক আহমেদের জায়গা হারানোর কারণ তাহলে এই!
খেলা ডেস্ক
১৩ আগস্ট ২০২৫, ১৭:৪৫
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পদ কতটা মূল্যবান, তা বিসিবির দিকে তাকালেই দেখা মিলে। ক্রিকেট অভিভাবক সংস্থায় কেউ একবার সুযোগ পেলে আর পদ ছাড়তে চান না। বিসিবির সভাপতি হিসেবে লম্বা সময় দায়িত্ব পালন করেছেন নাজমুল হোসেন পাপন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে তার রাজত্বের ইতি ঘটে।
পাপন দেশত্যাগ করায় বিসিবির সভাপতি হিসেবে যোগ দেন ফারুক আহমেদ। দায়িত্ব পেয়েই আশার গল্প শুনিয়েছেন বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার। তবে নানান বিতর্কিত কর্মকাণ্ডে সভাপতি হিসেবে মেয়াদ দীর্ঘ হয়নি ফারুক আহমেদের। চলতি বছরের মে মাসে তাকে বিসিবি থেকে সরিয়ে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
সম্প্রতি ‘ঠিকানায় খালেদ মহিউদ্দীন’ অনুষ্ঠানের এক পর্যায়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিসিবি থেকে ফারুককে সরানোর ব্যাখ্যা দিয়েছেন। ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘ফারুক ভাইকে তো আমরাই ক্রিকেটে এনেছিলাম। ক্রিকেটের স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলেই তাকে দায়িত্বটা দেওয়া হয়। এনএসসির কোটায় তাকে পরিচালক করা হয়েছিল, পরে তিনি বিসিবি সভাপতি নির্বাচিত হন।’
‘বোর্ডে আরও ৯ জন পরিচালক আছেন। এর মাঝে ৮ জন মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন যে, ফারুক আহমেদ স্বেচ্ছাচারিতা করছেন; গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছেন না এবং গত বিপিএল আয়োজন করতে গিয়ে কী হয়েছে সেটা আপনারা দেখেছেন’- যোগ করেন তিনি।
পরে আসিফ মাহমুদ বলেন, ‘বিপিএল নিয়ে মন্ত্রণালয় থেকে একটা তথ্য অনুসন্ধান কমিটি করা হয়েছিল। সেই কমিটির রিপোর্ট তাকে সরানোর ক্ষেত্রে বড় নিয়ামক হিসেবে কাজ করেছে। মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে, রাজশাহী ও চট্টগ্রামের যে দল (ফ্র্যাঞ্চাইজি) দেওয়া হচ্ছে, তারা টিম পরিচালনার মতো দক্ষ নয়। দিনশেষে সেটাই হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তারা (বিপিএলের দল) দেশি ও বিদেশি প্লেয়ারদের পারিশ্রমিক দিতে পারেনি। দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে আমাদের মান ক্ষুণ্ন হয়েছে। এগুলোকে কি আপনি ব্যর্থতা বলবেন না?’
সাবেক বিসিবি সভাপতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটের যে ক্রমাগত অবনতি এবং আমি দেখেছি যে, ক্রিকেটের চেয়ে কীভাবে পরবর্তী নির্বাচনে বিসিবি সভাপতি হয়ে আসা যায়, সেজন্য ক্লাব কীভাবে নেওয়া যায় (পক্ষে) এবং বিজনেসের দিকেই তার আগ্রহটা বেশি দেখা গেছে।’
ক্রীড়া উপদেষ্টার এমন অভিযোগ ভুল বলার অবকাশ নেই। সভাপতি পদে থাকা অবস্থায় বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার বিসিবির নির্বাচন করার কথা জানিয়েছেন ফারুক আহমেদ। এরপর এফডিআর নিয়ে নয়ছয় ও অন্যান্য অভিযোগের মহড়া ওঠে ফারুক আহমেদের বিরুদ্ধে। তাতেই মাত্র ৯ মাসের মাথায় পদ হারান বিসিবির সাবেক প্রধান নির্বাচক।
ফারুক আহমেদকে সরিয়ে দেওয়ার ব্যাপারে আসিফ মাহমুদ আরও বলেন, ‘আমরা গঠনতন্ত্রের বাইরে কিছুই করিনি। মন্ত্রণালয় চাইলে এনএসসির মনোনয়ন উইথড্র করতে পারে। আমরা সেটাই করেছি এবং নতুন একজনকে মনোনয়ন দিয়েছি, যিনি এখন বিসিবি প্রেসিডেন্ট।’
এমআই