Advertisement
Us Bangla Airlines
একাদশে পাঁচ পরিবর্তনের কারণ জানালেন লিটন 

একাদশে পাঁচ পরিবর্তনের কারণ জানালেন লিটন 

খেলা ডেস্ক

২৫ জুলাই ২০২৫, ১২:১৪

টি-টোয়েন্টি সিরিজে শেষ ম্যাচে পাকিস্তানকে ধবলধোলাই করতে নেমেছিল বাংলাদেশ। মিরপুরের মাটিতে গতকাল নিজেরাই ধোলাই হয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। বাংলাদেশের এমন ভরাডুবির কারণ হিসেবে ৫ পরিবর্তন নিয়ে মাঠে নামা নিয়ে প্রশ্ন ওঠেছে। ম্যাচ শেষে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে সংবাদ সম্মেলনে লিটন বলেছেন, ‘দেখেন তাসকিন অনেকদিন পর ক্রিকেটে ব্যাক করেছে। আর আপনারা হয়তোবা সবাই জানেন যে ও যদি কন্টিনিউয়াসলি খেলতে থাকে ওর ইনজুরির চান্স প্রোভাবলি বেশি থাকবে।’ 

তিনি আরও বলেন, ‘শরিফুলও একই, পাকিস্তান সিরিজে সে গ্রোইন ইনজুরিতে পড়েছিল। ইনফ্যাক্ট ক্যান্ডিতে না ডাম্বুলায় যেন ওর একটু গ্রোইনে সমস্যা ছিল। সুতরাং জিনিসটা এমন না, আপনাকে বুঝতে হবে যে কোন খেলোয়াড়টা কতটুকু ফিট, কোন কোন ম্যাচ খেলালে তার জন্য ভালো হবে।’

লিটন আরও যোগ করেন, ‘আমাদের হাতে কিন্তু দুই-তিনজন বেস্ট পেস বোলার রয়েছে। আমরা যদি তাদেরকে হারায় ফেলি কোনো কারণে তাহলে যে স্বপ্নটা বা যে আশা নিয়ে আমরা চিন্তা করি সেখানে কিন্তু আমরা পৌঁছাতে পারব না। সুতরাং আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারকেই সুযোগ দেওয়াটা উচিত এবং সাথে সাথে তাদের স্বাস্থ্যের জিনিসটা দেখা উচিত।’

উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে দলে ছিলেন না পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। তাদের জায়গায় একাদশে ফেরেন তানজিদ তামিম, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন ও নাসুম আহমেদ।

এমআই