Advertisement
Us Bangla Airlines
তিন ম্যাচে তিন জয়, শিরোপা জয়ের লড়াইয়ে রংপুর

তিন ম্যাচে তিন জয়, শিরোপা জয়ের লড়াইয়ে রংপুর

খেলা ডেস্ক

১৭ জুলাই ২০২৫, ১৪:৩০

গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দুর্দান্ত সময় কাটাচ্ছে বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। টুর্নামেন্টের প্রথম ম্যাচে গায়ান অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৮ রানে জয় পেয়েছিল তারা। দ্বিতীয় ম্যাচে হোর্বাটকে হারিয়েছে মাত্র ১ রানে। গতকাল সাকিবের দল দুবাই ক্যাপিটালসকেও ৮ রানে হারিয়েছে সোহানের রংপুর।

রবিন রাউন্ড পদ্ধতিতে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে আরও এক ম্যাচ খেলবে রংপুর রাইডার্স। তবে টানা তিন ম্যাচে তিন জয় নিয়ে ফাইনালের জায়গা নিশ্চিত করেছে বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজি। গ্লোবাল সুপার লিগে এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠেছে সোহানরা।

জিএসএলের গত মৌসুমেও ফাইনালে ওঠেছিল রংপুর রাইডার্স। যেখানে টিম ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সোহানের দল। এবারের মৌসুমেও ফের ফাইনালে ওঠেছে রংপুর। শিরোপা নির্ধারণী লড়াইয়ে স্বাগতিক গায়ান অ্যামাজনকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা।

গতকাল রোমাঞ্চকর লড়াইয়ে সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালসকে ৮ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। তাতেই ফাইনালের জায়গা নিশ্চিত করে বিপিএলের দলটি। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে হোবার্ট হ্যারিকেন্সকে ৪ উইকেটে হারায় স্বাগতিক গায়ানা। তিন জয় নিয়ে তারাও ফাইনালের জায়গা নিশ্চিত করেছে।

জিএসএলে রংপুরের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করছেন পেসার খালেদ আহমেদ। তিন ম্যাচে ৭.৬০ গড়ে ১০ উইকেট শিকার করেছেন এই পেসার। রংপুরের হয়ে কোনো বোলার টুর্নামেন্টে ৫ উইকেটও শিকার করতে পারেননি।

এমআই