Advertisement
Us Bangla Airlines
বিদেশি লিগে খেলতে গেলেন আরও ২ বাংলাদেশি

বিদেশি লিগে খেলতে গেলেন আরও ২ বাংলাদেশি

খেলা ডেস্ক

২১ জুলাই ২০২৫, ১৪:১৭

সাফ চ্যাম্পিয়নশিপে পরপর দুইবার শিরোপা জিতেছে বাংলাদেশ নারী দল। দক্ষিন এশিয়ান ফুটবলে বাংলাদেশ নারী দলের কদর বেশ। এমনকি বিদেশি লিগে খেলার প্রস্তাব পেয়েছেন একাধিক ফুটবলার। ভুটানের উইমেন্স ন্যাশনাল লিগে বর্তমানে বাংলাদেশের ১০ জন ফুটবলার খেলছেন।

ভুটানের এই লিগে এবার নতুন করে যুক্ত হচ্ছেন আরও দুই বাংলাদেশি ফুটবলার। জাতীয় দলের নিয়মিত মুখ তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র আজ (সোমবার) সকালে ভুটানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ভুটানের রয়েল থিম্পু কলেজের হয়ে খেলবেন এই দুই ফুটবলার।

বিদেশি ক্লাবের হয়ে এবারই প্রথম খেলতে গিয়েছেন তারা। যেখানে জাতীয় দলের আরও ১০ জন সতীর্থদের সঙ্গ পাবেন এই দুই ফুটবলার। তহুরা-শামসুন্নাহারদের ক্লাব গত বছর এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে খেলেছিল। এবারও তারা এএফসি টুর্নামেন্ট খেলবে। ফলে এএফসি টুর্নামেন্ট খেলার সম্ভাবনা রয়েছে তহুরা ও শামসুন্নাহারের। 

এদিকে সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া পারো এফসির হয়ে খেলছেন। এরপর ট্রান্সপোর্ট ও থিম্পু এফসির হয়ে খেলতে গিয়েছেন মারিয়া মান্দা, সানজিদা খাতুন, মাসুরা পারভীন, রুপনা চাকমা ও শামসুন্নাহার সিনিয়র। আজ দুই জন যাওয়ায় ভুটান লিগে বাংলাদেশের নারী ফুটবলারের সংখ্যা দাঁড়িয়েছে ১২–তে। 

বাংলাদেশ মার্চে এশিয়ান কাপে খেলবে। ভুটানের নারী লিগ চলবে নভেম্বর পর্যন্ত। এরপর আবার সাফ নারী ক্লাব টুর্নামেন্ট হওয়ার কথা। দেশি-বিদেশি ক্লাবের ব্যস্ততায় জাতীয় দলের প্রস্তুতি বাফুফে কীভাবে নেবে সেটাই দেখার বিষয়।

এমআই