Advertisement
Us Bangla Airlines
ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্বে বাংলাদেশ

ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্বে বাংলাদেশ

খেলা ডেস্ক

০২ জুলাই ২০২৫, ২০:৫২

এএফসি নারী এশিয়ান কাপে বিকেলে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। তাতেই টুর্নামেন্টে মূলপর্বে এক পা দিয়ে রেখেছিল ঋতু-আফিদারা। তবে জায়গা নিশ্চিত করতে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলার বাঘিনীদের। বাহরাইনের বিপক্ষে তুর্কমেনিস্তান ড্র করায় প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা পেল বাংলাদেশ দল।

বাংলাদেশ নারী ফুটবলের ইতিহাসে এবারই প্রথম এশিয়ান কাপের মূলপর্বে খেলার সুযোগ পেল লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বে খেললেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। এবার র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বাহরাইন, মিয়ানমারকে উড়িয়ে দিয়ে মূলপর্বে জায়গা করে নিল বাটলারের শিষ্যরা।

৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারাল বাংলাদেশ

দুই ম্যাচ শেষে বাংলাদেশের নামের পাশে ৬ পয়েন্ট। স্বাগতিক মিয়ানমারের ৩, বাহরাইন ও তুর্কেমেনিস্তানের সমান এক পয়েন্ট করে। বাংলাদেশ শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে হারলে এবং মিয়ানমার বাহরাইনের বিপক্ষে জিতলে তখন দুই দলেরই সমান ৬ পয়েন্ট হবে।

টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী প্রথমে হেড টু হেড বিবেচনা হবে। বাংলাদেশ মিয়ানমারকে হারানোয় বাংলাদেশ গ্রুপ সেরা হিসেবে গণ্য হবে। ফলে আজই বাংলাদেশের এশিয়া কাপ নিশ্চিত হলো।

বাহরাইন-তুর্কমেনিস্তান ম্যাচটি বেশ উত্তেজনাপূর্ণ ছিল। ম্যাচের শেষ দিকে তুর্কমেনিস্তান ২-১ গোলে লিড নেয়। তুর্কমেনিস্তান ম্যাচটি জিতলে বাংলাদেশকে পরবর্তী ম্যাচে ন্যূনতম ড্র করতে হতো। কারণ তুর্কমেনিস্তান বাংলাদেশকে হারালে তখন তাদেরও ছয় পয়েন্ট হওয়ার সুযোগ থাকত। আবার মিয়ানমার শেষ ম্যাচে বাহরাইনকে হারালে তখন তিন দলের ছয় পয়েন্ট হতো। সেই সময় বড় জটিলতায় পড়তো গ্রুপটি।

খেলার ইনজুরি সময়ে গোল করে ২-২ স্কোরলাইনে ড্র করে বাহরাইন বাংলাদেশকে অপেক্ষা থেকে মুক্তি দিয়েছে। কারণ এখন শুধু মিয়ানমারেরই ৬ পয়েন্ট হওয়ার সম্ভাবনা আছে এবং সেটা হলেও হেড টু হেড বিবেচনায় বাংলাদেশই গ্রুপ চ্যাম্পিয়ন হবে। ৫ জুলাই বাংলাদশে তুর্কমেনিস্তান ম্যাচ এখন শুধুই আনুষ্ঠানিকতার।

আজ ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে প্রথমবারের মতো হারিয়ে বাংলাদেশ এশিয়া কাপের টিকিট নিশ্চিত করেছে। ১৯৮০ সালে কুয়েতে বাংলাদেশ পুরুষ ফুটবল দল খেলেছিল প্রথম এশিয়া কাপ। ২০২৬ সালে বাংলাদেশের নারীরা খেলবে প্রথম নারী এশিয়া কাপ।

এমআই