Advertisement
Us Bangla Airlines
শঙ্কা জাগিয়ে বৃষ্টিতে পরাজয় এড়াল বাংলাদেশ

শঙ্কা জাগিয়ে বৃষ্টিতে পরাজয় এড়াল বাংলাদেশ

খেলা ডেস্ক

২৩ মে ২০২৫, ১৮:০৩

সহজ জয়ের ম্যাচে পরাজয় গোনা বাংলাদেশের পুরনো অভ্যাস। সেটা জাতীয় দল কিংবা বয়সভিত্তিক টিম- সর্বত্রই একই গল্প। এই যেমন, আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাজে ফিল্ডিংয়ে পরাজয় গুনেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে আড়াই ওভার টিকতে না পেরে চারদিনের ম্যাচে হার দেখেছে বাংলাদেশ ‘এ’ দল।

শ্রীলঙ্কা অ-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচে হুমড়ি খেয়ে পড়েছিল তামিম-জাওয়াদরা। দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের বিপক্ষে মুহূর্তে উইকেট হারিয়ে টি-টোয়েন্টি হেরেছে বাংলাদেশ নারী দল। সম্প্রতি ১৫ বলে ১৯ রান নিতে না পেরে প্রোটিয়া পুরুষ ইমার্জিং দলের বিপক্ষে হেরেছিল আকবর আলীরা।

বৃষ্টির দৌড়ঝাঁপের মাঝে শিবলির সেঞ্চুরি, বাংলাদেশের ২৩৩

হঠাৎ পা হড়কানোর এমন বহু উদাহরণের সঙ্গে আরেকটি নাম যেন যোগ করতে যাচ্ছিল বাংলাদেশ। সাগরিকায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের প্রথম চার দিনের ম্যাচ দেখেই এমনই শঙ্কা জেগেছিল। এমনকি আচমকা উইকেট হারানোর মিছিলেও শাহাদাত হোসেন দীপুর নেতৃত্বাধীন বাংলাদেশ।

তবে ম্যাচের মাঝে বৃষ্টির আক্রমণে শেষ পর্যন্ত হার এড়াতে পেরেছে উদীয়মান টাইগাররা। তাতে চার দিনের সিরিজের প্রথম ম্যাচটা ড্র রেখেই শেষ করেছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল।

চট্টগ্রামে সিরিজের প্রথম চার দিনের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক দীপু। ম্যাচে শুরু থেকেই চালকের আসনে ছিল টাইগাররা। ওপেনার আশিকুর রহমান শিবলির ১০৮ রানের ইনিংসে ৩০৮ রানের ভালো পুঁজি পায় বাংলাদেশ। জবাবে প্রোটিয়ারা ভালো শুরু পেলেও মাঝের ওভারে নিজেদের ধরে রাখতে পারেনি।

সাগরিকায় রাকিবুলের ঘূর্ণিতে ধসে পড়ল প্রোটিয়ারা

বাংলাদেশের বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের ঘূর্ণিতে প্রথম ইনিংসে ২৪৩ রানে অলআউট হয়েছিল আফ্রিকা। সেই ইনিংসে ৬৪ রানে নিয়েছেন ৭ উইকেট নিয়েছিলেন স্পিনার রাকিবুল হাসান।

ম্যাচের তৃতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। সেখানেই শুরু ধসের গল্প আর পরাজয়ের শঙ্কা। গতকাল মাত্র ৫ রানের মাথায় ২ উইকেট হারায় বাংলাদেশ। এরপর বৃষ্টি আর বাজে আলোতে তৃতীয় দিনের খেলা সমাপ্তি ঘোষণা করা হয়। চতুর্থ দিনে বৃষ্টির চোখ রাঙানি এড়িয়ে আবার মাঠে নামে বাংলাদেশ ইমার্জিং দল।

কিন্তু সকালে স্বাগতিকেরা টপাটপ উইকেট হারাতে থাকে। মুহূর্তেই বাংলাদেশের স্কোর হয়ে যায় ২১.১ ওভারে ৫ উইকেটে ৪১ রান। দীপু (২), আইচ মোল্লা (১১) ও আরিফুল ইসলাম (১৪) দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেন। যার মধ্যে দীপুকে বোল্ড করেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসার আন্দিল অস্টিন সিমলানে। আর আইচ ও আরিফুলকে ফিরিয়েছেন প্রোটিয়া স্পিনার সেপো ইনোসেন্ট এনতুলি।

এরপর বাংলাদেশের ইনিংসে সময় নষ্ট করে বেরসিক বৃষ্টি। যদিও লজ্জার শঙ্কা থেকে বাঁচতে শাহাদত দিপু এই বৃষ্টিকে ধন্যবাদ দিতে পারেন। দলীয় ৫ উইকেট হারানোর পর বাংলাদেশের হাল ধরেন উইকেটরক্ষক ব্যাটার প্রীতম কুমার ও অলরাউন্ডার মঈন। এই দুই ব্যাটার খেলাকে তৃতীয় সেশন পর্যন্ত টেনে নেন।

প্রীতম ও মঈন ২১ ও ১৮ রানে অপরাজিত থাকা অবস্থায় উভয় অধিনায়কের সম্মতিতে ম্যাচের সমাপ্তি ঘোষণা করা হয়। তাতে চারদিনের প্রথম ম্যাচে লজ্জার হার থেকে কোনোমতে বেঁচে গেল বাংলাদেশ ইমার্জিং দল। ৩১.৪ ওভার বোলিং করে ৭ উইকেট শিকার করা রাকিবুল পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

এমআই