
সাগরিকায় রাকিবুলের ঘূর্ণিতে ধসে পড়ল প্রোটিয়ারা
খেলা ডেস্ক
২২ মে ২০২৫, ১৮:৪২
গ্রীষ্মকাল, তবুও সারাদেশ জুড়ে বইছে ঝড়ের তাণ্ডব। মিরপুর কিংবা সাগরিকা- ঝড়ের তাণ্ডব থেকে রেহাই পাচ্ছে না কোনো স্টেডিয়াম। তবে চট্টগ্রামের সাগরিকায় ব্যাট করতে নেমে রাকিবুল ঘূর্ণির শিকার হয়েছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। প্রোটিয়া শিবিরে একাই ধস নামিয়েছেন এই টাইগার স্পিনার।
চারদিনের আনঅফিশিয়াল টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে ৩০৮ রানে অলআউট হয় বাংলাদেশ ইমার্জিং দল। জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শুরু করেছিল ৩ উইকেটে ১৪৯ রান নিয়ে দক্ষিণ আফ্রিকা। তবে এরপর রাকিবুলের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি সফরকারীরা। মাত্র ৯৪ রান যোগ করতেই হারিয়ে বসে বাকি ৭ উইকেট।
দিনের শুরু থেকে শেষ পর্যন্ত যেন একাই চালকের আসনে ছিলেন রাকিবুল। ৩১.৪ ওভারে ১০ মেডেনসহ মাত্র ৬৪ রান খরচায় ৭টি উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার। গতকাল এক উইকেট শিকার করা রাকিবুল বাকি ৬ উইকেট পেয়েছেন আজ। বাঁহাতি এই স্পিনারের ঘূর্ণিতে ২৪৩ রানে অলআউট হয়ে দক্ষিণ আফ্রিকা।
বিপরীতে ৬৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। তবে প্রোটিয়াদের সামনে টাইগারদের শুরুটা মোটেও সুবিধাজনক ছিল না। মাত্র ৫ রানের মাথায় বিদায় নিয়েছেন বাংলাদেশের দুই ব্যাটার। এর মধ্যে প্রথম ইনিংসে শতক হাঁকানো আশিকুর রহমানমাত্র ১ রানে ও অপর ওপেনার রিজওয়ান করেন ৪ রান।
এরপর মুষলধারে বৃষ্টির পর আর খেলা হয়নি। আগামীকাল শাহাদাত হোসেন দীপু, আইচ মোল্লা দুজনেই ০ রানে চতুর্থ দিনের খেলা শুরু করবেন।
এমআই