Advertisement
Us Bangla Airlines
বৃষ্টির তাড়ার দিনে বাংলাদেশের পুঁজি ২২৫

বৃষ্টির তাড়ার দিনে বাংলাদেশের পুঁজি ২২৫

খেলা ডেস্ক

২১ মে ২০২৫, ২০:৪০

মিরপুর শের-ই বাংলায় আজ (বুধবার) নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে প্রথম দিন শেষে বাংলাদেশ ‘এ’ দল ভালো অবস্থানে রয়েছে। যদিও বৃষ্টির বাগড়ায় নির্ধারিত সময়ের বেশ আগেই প্রথমদিনের খেলা শেষ হয়ে যায়। ফলে হয়েছে মাত্র ৫৭.৩ ওভার, যেখানে ৪ উইকেটে ২২৫ রান তুলেছে নুরুল হাসান সোহানের দল।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে টাইগারদের দারুণ শুরু এনে দেন বাংলাদেশের দুই ওপেনার। নাইম শেখ ৮২ রান করে ফিরে যাওয়ার আগে ২ রানের জন্য অর্ধ-শতক পাননি আরেক ওপেনার এনামুল হক বিজয় (৪৮)। তিনে নামা সাইফ হাসানের ব্যাট থেকে আসে ৫১ রান।

বাংলাদেশ দিন শেষ করেছে ৪ উইকেটে ২২৫ রানে। ঝুম বৃষ্টির কারণে দুপুরের পরই খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর বল মাঠে গড়ায়নি। তাই দিনের অনেক সময় বাকি থাকতেই শেষ হয়ে যায় আজকের খেলা। সবমিলিয়ে হয়েছে কেবল ৫৭.৩ ওভার। 

দিন শেষে অমিত হাসান অপরাজিত আছেন ১৬ রানে, তাকে সঙ্গ দেওয়া মাহিদুল ইসলাম অংকনের ব্যাট থেকে এসেছে ১ রান। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। সিলেট অনুষ্ঠিত প্রথম টেস্টে বাংলাদেশ ‘এ’ দলকে ৭০ রানে হারিয়েছে নিউজিল্যান্ড ‘এ’ দল।

এমআই