
পিএসএল থেকে ৯৭ কোটি রুপি পাচ্ছে সাকিব-রিশাদের দল
খেলা ডেস্ক
৩০ জুলাই ২০২৫, ১৬:৩২
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করেছিলেন রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের হয়ে শিরোপা জিতেছিলেন এই লেগ স্পিনার। রিশাদের সঙ্গে একই দলে পরবর্তী যুক্ত হয়েছিলেন সাকিব আল হাসান ও মেহেদী মিরাজ। দলটির হয়ে শিরোপা জয়ের স্বাদ নিয়েছেন তিন বাংলাদেশি।
পিএসএলের দশম আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার নতুন সুখবর পেল লাহোর কালান্দার্স। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে প্রায় ৯৭ কোটি রুপি পাচ্ছে তারা। পিএসএলের রাজস্ব থেকে দলটিকে এই অর্থ দেওয়া হবে। তবে কাঠামোগত জটিলতার কারণে পুরো প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে।
শুধু লাহোর কালান্দার্স নয়, প্রতিটি দল কেন্দ্রীয় আয় ভাণ্ডার থেকে আনুমানিক ৯৭ কোটি রুপি পাবে বলে জানিয়েছে পিএসএলের ফাইন্যান্স কমিটি। যদিও রাজস্ব আয় সত্ত্বেও আর্থিক ক্ষতির মুখে পড়বে মুলতান সুলতান্স। দলটি প্রতি মৌসুমে এক হাজার কোটি রুপির বেশি ফ্র্যাঞ্চাইজি ফি প্রদান করে।
এদিকে খেলোয়াড়রা এখনও তাদের চুক্তিভিত্তিক পারিশ্রমিকের শেষ ৩০ শতাংশের জন্য অপেক্ষা করছেন। সাধারণত চুক্তির ৭০ শতাংশ টাকা টুর্নামেন্ট চলাকালীন দেয়া হয়। আর বাকি ৩০ শতাংশ দেয়া হয় ফাইনালের পর। এই অর্থ পরিশোধের দায়িত্ব পিসিবির।
এমনকি যারা ইনজুরির কারণে ম্যাচ মিস করেন, তারা ৫০ শতাংশ ফি পান। আর যারা একেবারেই খেলার সুযোগ পাননি, তারা পান ২০ শতাংশ। যদিও কিছু ফ্র্যাঞ্চাইজি এসব কাটছাঁটের নিয়ম অনুসরণ করে না। বরং ক্রিকেটারদের পুরো অর্থই প্রদান করা হয়।
পিএসএলের এবারের মৌসুমে মোট ৫ জন ক্রিকেটার খেলতে গিয়েছিলেন। এর মধ্যে কেবল রিশাদ ও সাকিব ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। দলের সঙ্গে থাকলেও খেলতে পারেননি মিরাজ ও নাহিদ রানা। ইনজুরির কারণে পিএসএল থেকে না খেলেই ফিরেছিলেন লিটন দাস।
এমআই